Wednesday, March 2, 2016

মৃত্যুর সাজে

মৃত্যুর সাজে
................ ঋষি
========================================
আমি পঙ্গু বড়
মৃত্যুকে এগিয়ে এনে দিবি প্রেম।
আরো আঘাত না খেলে
কি ভাবে বুঝবো ঘড়ির কাঁটা ছোঁয়ার মানে ,,প্রেম।
চিতার পুড়তে থাকা ধোঁয়ার গন্ধ নিয়ে
বেঁচে থাকার মানে।

বেশ তো সমাজ
কখনো বোঝে নি শরীর ছাড়া হৃদয়।
উপলব্ধি শুধু আয়নায় দেখা পুরস্কার প্রাপ্ত চেনা আইডি
অথচ সময় কখন যেন অন্ধকারে মুছে যাওয়া আলো.
আর গভীর কোনো অমাবস্যা সেদিন
চুপ আর কিছু না।
পিংপং বল পিং পিং করে প্রয়োজনে বাজে প্রলাপের সাজে
ঢং ঢং ঘড়ির কাঁটার সরে যাওয়া।
নির্ভিক চারদেওয়ালে সাজানো প্রলেপে মাটির ঘর
আর খড়ের ছাউনি।
উড়ে যায়
তবু ভিটে মাটি আঁকড়ে থাকতে হয়।

আমি পঙ্গু বড়
মৃত্যুর কাছে লুকিয়ে থাকি মুখ।
প্রেম হাসতে থাকে বিজয়গর্বে কোনো যুদ্ধের সাজে।
কান্নার মুক্ত ধরারা আরো মুক্তি চায়
আকাশে বাতাসে তখন অন্ধকার মেঘের গর্জন
বৃষ্টি আসছে ,,আমি ভিজবো প্রেম। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...