নতুন শহর
,,,,,,,,,,,,,,,, ঋষি
=========================================
সিঁড়ির শেষ ধাপে দাঁড়িয়ে
নিজেকে কেমন একটা বিকলাঙ্গ মনে হয়।
জনশ্রুতি শুনতে শুনতে পচা গন্ধ
দশ দিক শুকিয়ে গেলে একটা দ্বীপ তো ভেসে উঠবে।
নোনতা চোখে ,নতুন শহর
আবার গজাবে।
শহরের ভিতর শহর ঢুকিয়ে
হাজারো জনপদে আর কিছু না হোক জীবন থাকবে।
আর থাকবে স্পন্দন রিপুদের
প্রেম যেখানে কামের মতন বিছানা কামড়ে বিষ ঢালবে।
ঠিক সেখানে চলন্তিকা দাঁড়াবে
কোনো পাহাড়ের মত।
পাহাড়ি প্রেমের ঝরনার শীতলতায় জীবন চান করবে
কোনো পাহাড়ি শহর অন্ধকারে আশার আলো।
দৃষ্টি হীন বিকেলের কুয়াসায় ভিজে যাওয়া পাথুড়ে ঘ্রাণ
নিভন্ত চোখের কিনারায় চলন্তিকা
আমি সিঁড়ির শেষের দিকে দাঁড়িয়ে তোমায় দেখবো।
উত্তরণ ,ক্রমশ আরো প্রকাশ্য মানভঞ্জন
তুমি উঠে যাচ্ছো চলন্তিকা পাহাড় ছাড়িয়ে জ্যোত্স্নায়।
রূপকথার ঘোড়া চাঁদের দেশ থেকে
এক টুকরো নষ্ট ছুঁড়ে দিল।
শৈশব ফুড়িয়ে সমস্ত রংগুলো আজ বিষাক্ত
আর বিকলাঙ্গতা সময়ের অবুঝ চাহুনি।
,,,,,,,,,,,,,,,, ঋষি
=========================================
সিঁড়ির শেষ ধাপে দাঁড়িয়ে
নিজেকে কেমন একটা বিকলাঙ্গ মনে হয়।
জনশ্রুতি শুনতে শুনতে পচা গন্ধ
দশ দিক শুকিয়ে গেলে একটা দ্বীপ তো ভেসে উঠবে।
নোনতা চোখে ,নতুন শহর
আবার গজাবে।
শহরের ভিতর শহর ঢুকিয়ে
হাজারো জনপদে আর কিছু না হোক জীবন থাকবে।
আর থাকবে স্পন্দন রিপুদের
প্রেম যেখানে কামের মতন বিছানা কামড়ে বিষ ঢালবে।
ঠিক সেখানে চলন্তিকা দাঁড়াবে
কোনো পাহাড়ের মত।
পাহাড়ি প্রেমের ঝরনার শীতলতায় জীবন চান করবে
কোনো পাহাড়ি শহর অন্ধকারে আশার আলো।
দৃষ্টি হীন বিকেলের কুয়াসায় ভিজে যাওয়া পাথুড়ে ঘ্রাণ
নিভন্ত চোখের কিনারায় চলন্তিকা
আমি সিঁড়ির শেষের দিকে দাঁড়িয়ে তোমায় দেখবো।
উত্তরণ ,ক্রমশ আরো প্রকাশ্য মানভঞ্জন
তুমি উঠে যাচ্ছো চলন্তিকা পাহাড় ছাড়িয়ে জ্যোত্স্নায়।
রূপকথার ঘোড়া চাঁদের দেশ থেকে
এক টুকরো নষ্ট ছুঁড়ে দিল।
শৈশব ফুড়িয়ে সমস্ত রংগুলো আজ বিষাক্ত
আর বিকলাঙ্গতা সময়ের অবুঝ চাহুনি।
No comments:
Post a Comment