ও চোখে
.................. ঋষি
=================================================
মেঘগুলো থাক ,
তবু রৌদ্র নেবো না সাথে।
মৃত্যু তোকে ভলোবেসে হাতে হাতে টানাপোড়েন
গল্পটা সবার জানা।
তবু ও চোখে তাকাবো আমি বারংবার
কারণ আরো গভীরে ,,, যদি।
নাই বললাম সব কথা
খড়ি পরা আগামী চামড়ারা কি জানে মনের খবর।
রোজ তো শিরোনামে উঠে আসে শরীর
আর জীবন যেখানে শরীরের মৃত্যু।
ঠিক সেখানে একটা তালপাতার ঘর
গড়িয়ে নামা খেজুর রসের ,,রসালো আবদার।
আচ্ছা ভালোবাসলে কি জড়িয়ে ধরতে হয়
তবে তোকে তো জড়িয়ে ধরি নি আমি।
শুধু পথ খুঁজেছি মৃত্যু তোর চোখে
হয়তো মৃত্যুর পরে
কিংবা যদি ..............
মেঘগুলো থাক
কালকের পিচকিরি রঙের আবেদনগুলো
আরো রঙিন শাখায়।
গল্পটা সবার জানা
তবুও ও চোখে কারণ বারংবার আমি বসন্ত ছুঁয়ে
আরো গভীরে মরতে চেয়েছি।
.................. ঋষি
=================================================
মেঘগুলো থাক ,
তবু রৌদ্র নেবো না সাথে।
মৃত্যু তোকে ভলোবেসে হাতে হাতে টানাপোড়েন
গল্পটা সবার জানা।
তবু ও চোখে তাকাবো আমি বারংবার
কারণ আরো গভীরে ,,, যদি।
নাই বললাম সব কথা
খড়ি পরা আগামী চামড়ারা কি জানে মনের খবর।
রোজ তো শিরোনামে উঠে আসে শরীর
আর জীবন যেখানে শরীরের মৃত্যু।
ঠিক সেখানে একটা তালপাতার ঘর
গড়িয়ে নামা খেজুর রসের ,,রসালো আবদার।
আচ্ছা ভালোবাসলে কি জড়িয়ে ধরতে হয়
তবে তোকে তো জড়িয়ে ধরি নি আমি।
শুধু পথ খুঁজেছি মৃত্যু তোর চোখে
হয়তো মৃত্যুর পরে
কিংবা যদি ..............
মেঘগুলো থাক
কালকের পিচকিরি রঙের আবেদনগুলো
আরো রঙিন শাখায়।
গল্পটা সবার জানা
তবুও ও চোখে কারণ বারংবার আমি বসন্ত ছুঁয়ে
আরো গভীরে মরতে চেয়েছি।
No comments:
Post a Comment