সময়ের গতি
........................ ঋষি
============================================
সময়টা কে ফিরিয়ে আনা
জোনাকি ধরে ক্লাস ফোরের সেই আলো ধরার কল্পনা।
সাইকেলে ক্রিং দিয়ে দরজা খোলা কল্পনা
তারপর গতি আরো জোরে ,,আরো জোরে।
কম্পিটিশন ছিটকে যাওয়া
যন্ত্রণা।
তারপর সাইকেল শেষ
আধা পাকা ,,না জন্মানো গালেতে জঙ্গলের তফাত নিয়ে।
চায়ের দোকান ,,,আড্ডা ,,,,,ট্রেনের কামড়া
স্পিড বাড়ছে মশাই।
ছিটকে গেলেই মৃত্যু
তাই দাঁত খিঁচে আঁকড়ে ধরা জীবনের রেলিং।
সময় চলছে
চলতে হয় ,,,হামাগুড়ি ছেড়ে হাঁটতে হয়।
প্রেমে পড়তে হয় ,,,আবার উঠতে ,,আবার পড়তে
প্রেম আর প্রতিবাদের তফাত
সময় আর সময়ের গতির।
সময়কে ফিরিয়ে আনা যায়
মাথা ঝাঁকিয়ে সীমান্ত পেরোতে পেরোতে সবজান্তা মানুষ।
ফোকলা দাঁতে জীবনের দরজায় কিছুটা চাওয়া পাওয়া
তারপর সম্বল এগিয়ে চলা।
সারাজীবন খোঁজা
শান্তি কোনো শব্দকে অভিধানের বাইরে হৃদয়ের কেবিনে।
........................ ঋষি
============================================
সময়টা কে ফিরিয়ে আনা
জোনাকি ধরে ক্লাস ফোরের সেই আলো ধরার কল্পনা।
সাইকেলে ক্রিং দিয়ে দরজা খোলা কল্পনা
তারপর গতি আরো জোরে ,,আরো জোরে।
কম্পিটিশন ছিটকে যাওয়া
যন্ত্রণা।
তারপর সাইকেল শেষ
আধা পাকা ,,না জন্মানো গালেতে জঙ্গলের তফাত নিয়ে।
চায়ের দোকান ,,,আড্ডা ,,,,,ট্রেনের কামড়া
স্পিড বাড়ছে মশাই।
ছিটকে গেলেই মৃত্যু
তাই দাঁত খিঁচে আঁকড়ে ধরা জীবনের রেলিং।
সময় চলছে
চলতে হয় ,,,হামাগুড়ি ছেড়ে হাঁটতে হয়।
প্রেমে পড়তে হয় ,,,আবার উঠতে ,,আবার পড়তে
প্রেম আর প্রতিবাদের তফাত
সময় আর সময়ের গতির।
সময়কে ফিরিয়ে আনা যায়
মাথা ঝাঁকিয়ে সীমান্ত পেরোতে পেরোতে সবজান্তা মানুষ।
ফোকলা দাঁতে জীবনের দরজায় কিছুটা চাওয়া পাওয়া
তারপর সম্বল এগিয়ে চলা।
সারাজীবন খোঁজা
শান্তি কোনো শব্দকে অভিধানের বাইরে হৃদয়ের কেবিনে।
No comments:
Post a Comment