বেঁচে আছি চলন্তিকা
................. ঋষি
================================================
নিজেকে বন্দী করে রাখাটা ,,চলন্তিকা
একটা আর্ট ,,তাই না।
ক্যানভাসের তুলির রঙের সাথে মিল খাওয়া দুপুর পেরিয়ে
অন্যমস্কতায় সুপুরির শক্ত খোলসে জীবন।
পান ,,আর সুপুরির সম্পর্কের মতন
চিরকালীন রহর্স্য এই জীবিত জীবন।
পোড়া অ্যাসট্রের গর্ভাশয়ে জমতে থাকা ছাইগুলো
বিমূর্ত বিন্যাসে
শেওলা মাখা নদী ,তেজস্ক্রিয় বিকিরণ।
শিরশিরে সভ্যতার ধুলোয় ,,, তুমি চলন্তিকা
দরজাহীন মহাকাশের মতন গভীর কোনো জীবিত চোখ।
বেঁচে আছি চলন্তিকা
অনন্তের গভীরে শুয়ে আছি তোমার বুকে।
নিঃশ্বাসের শব্দ আছে চলন্তিকা
উল্টে বসা চেয়ারে প্রশ্ন চিন্হের মত সময়ের কালঘড়িতে টিকটিক।
স্পন্দন
বেঁচে আছি চলন্তিকা।
নিজিকে বাঁচিয়ে রাখাটা ,,,, চলন্তিকা
একটা ম্যাজিক ,,,তাই না।
পিসি সরকারের ঝুলি থেকে বেড়োনো খবরটা চোখের ধুলো
তবু চলন্তিকা তুমি আছো আমার সাথে।
আমরণ সখ্যতা
তোমার নাভির গন্ধে জন্মানো জীবিত স্পন্দনে।
................. ঋষি
================================================
নিজেকে বন্দী করে রাখাটা ,,চলন্তিকা
একটা আর্ট ,,তাই না।
ক্যানভাসের তুলির রঙের সাথে মিল খাওয়া দুপুর পেরিয়ে
অন্যমস্কতায় সুপুরির শক্ত খোলসে জীবন।
পান ,,আর সুপুরির সম্পর্কের মতন
চিরকালীন রহর্স্য এই জীবিত জীবন।
পোড়া অ্যাসট্রের গর্ভাশয়ে জমতে থাকা ছাইগুলো
বিমূর্ত বিন্যাসে
শেওলা মাখা নদী ,তেজস্ক্রিয় বিকিরণ।
শিরশিরে সভ্যতার ধুলোয় ,,, তুমি চলন্তিকা
দরজাহীন মহাকাশের মতন গভীর কোনো জীবিত চোখ।
বেঁচে আছি চলন্তিকা
অনন্তের গভীরে শুয়ে আছি তোমার বুকে।
নিঃশ্বাসের শব্দ আছে চলন্তিকা
উল্টে বসা চেয়ারে প্রশ্ন চিন্হের মত সময়ের কালঘড়িতে টিকটিক।
স্পন্দন
বেঁচে আছি চলন্তিকা।
নিজিকে বাঁচিয়ে রাখাটা ,,,, চলন্তিকা
একটা ম্যাজিক ,,,তাই না।
পিসি সরকারের ঝুলি থেকে বেড়োনো খবরটা চোখের ধুলো
তবু চলন্তিকা তুমি আছো আমার সাথে।
আমরণ সখ্যতা
তোমার নাভির গন্ধে জন্মানো জীবিত স্পন্দনে।
No comments:
Post a Comment