Wednesday, March 9, 2016

চলন্তিকা আর ফাঁকা রাস্তা

চলন্তিকা আর ফাঁকা রাস্তা
.................. ঋষি
==================================================

জানিস আমি অবাক হয়ে দেখি চলন্তিকা
ফাঁকা রাস্তা।
এক আকাশ উবুর করা নিস্তব্ধতা আর চলন্তিকা তুই
কিছু তফাত পাই না।
এক নারী আর এক রাস্তার মাঝে
দুজনেই ক্রমশ হারাতে হারাতে হারিয়ে যায় চোখে বাইরে।
.
চলন্তিকা তোকে বারান্দায় ভিজে  চুল ঝাড়তে দেখেছি
দেখেছি কোনো বসন্তের বিকেলে চুলে রঙিন রজনীগন্ধা গুঁজতে।
চলন্তিকা তোকে আমি হাসতে দেখেছি
দেখেছি মনের গভীরে কাঁদতে পাগলের মত।
কারণ জানি  না
কারণ খুঁজেছি নিজের ভিতর চলন্তিকা তোকে পাওয়াতে।
 তোকে খুঁড়েছি আবিষ্কারের আনন্দে
পথের হারানো চাকা আর ভালবাসার মানে।
নির্জন সন্ধ্যায়
কোনো বড় রাস্তায় একলা দাঁড়ানো ল্যাম্প পোস্টের  আলো।
আর ছায়া সে যে চলন্তিকা এক নারী জীবন ,
ছায়া ছায়া।
.
জানিস আমি অবাক হয়ে দেখেছি
পথের ক্লান্তিতে সাইকেল ,রিক্সা ,অটো ,বাস সব চলে যায়।
তোর  বুকের উপর ক্লান্তির পাহাড়। ..সময়ের পথ
কাদা মেখেও তুই হাসতে থাকিস।  চির কুমারী যুবতীর মত।
কেউ তোকে স্পর্শ করে না ,গোটা জীবন ,
তবু তুই বাঁচতে থাকিস হারানোর পথে স্পর্শের আশায় ।

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...