রঙের দিন
......................... ঋষি
=====================================================
সকালের রৌদ্র মুখোশে বসন্ত পলাশের আলো
মনের কোনে চলন্তিকা তুমি।
হাত বাড়ানো আবির রঙের চুরি মনের কোণে এক আলোড়ন
লাল ,নীল ,সবুজের প্রেমে।
আমার সাদা পাতায়
আমন্ত্রণ রঙের দিনের শেষ দুপুর।
বেশ লাগছে চলন্তিকা তোমাকে
হলুদ শাড়িতে সার দেওয়া শান্তিনিকতনি রবীন্দ্রনাথ।
আর মনের আঁচলে লাল ,নীল ছোপ
অজস্র অন্ধকার মুছে এক রঙিন দিন আহরণ তোমার কাছে।
কিছু মুহুর্তের সভ্যতা জংলী রঙিন
আজ মনের কোনে কেন জানি বারংবার রবিঠাকুর
প্রাণের মাঝারে ভাসি দোলে রে দোলে রে হাসি,.
দোলে রে প্রাণের 'পরে।
এমনি নিজের কাছে খুলেছি নিজের প্রাণ
এমনি পরের কাছে শুনেছি নিজের গান।
সুন্দর লাগছে তোমাকে চলন্তিকা।
সকালের রৌদ্র পরে থাকা পলাশের মিষ্টি আদর
পথের পরে পথ গিয়েছে চলে চিরকাল ,,চলন্তিকা তুমি।
আবিরের প্রেমে ,,আবিরের রঙে
আমার কবিতার পাতায় চিরকাল আনন্দ সভ্যতার আলো।
আগামী দিনগুলো সব রঙিন ,,আদরের মিঠি রঙে
চলন্তিকা তুমি ভাসো আমার রঙের পাতায়।
(সকল বন্ধুকে আগামী রঙের দিনের শুভেচ্ছা। আপনাদের প্রতিটা দিন রঙিন হোক এই কামনা করি ,ভালো থাকবার সকলে। )
No comments:
Post a Comment