Tuesday, March 22, 2016

আকাশের কাছে

আকাশের কাছে
............... ঋষি
==================================================
নির্বাক মেঘের কোনো ঠিকানা লাগে না
গোটা আকাশ রাখা আছে।
যারা আকাশ ধরতে চায় তারা লাইন দিয়ে দাঁড়াক আকাশের ঠিকানায়
আর যারা আকাশ হতে চায়।
তারা পুড়তে থাকুক যন্ত্রনায় ফার্নেসের ভিতর
বুকের ভিতর।

মিথ্যে কথা
চলন্তিকা আমাকে বোলো না ,,কখনো
তুমি আকাশ ধরতে চাও।
তোমার শুকিয়ে যাওয়া গোলাপের কসম নিয়ে বলতে পারি
এই সভ্যতায় প্রেম শুকিয়ে যাওয়া অদ্ভূত ছোপ ছড়ানো ডায়রির পাতা
বহুদিনকার বদ রক্তের মিথ্যে গন্ধ।
হাসছো ,হাসো আরো ,হাসতে থাকো
আমার বুক থেকে খসে পরুক তারারা
তার সামনে দাঁড়িয়ে চেয়ে দেখো অসংখ্য যন্ত্রণা।
অসংখ্য বোঝাপোরা জীবন
আর লুকিয়ে থাকা
তোমার কবিতারা।.

নির্বাক মেঘের কোনো ঠিকানা লাগে না
জায়গা বদল বারংবার ভিজিয়ে যাওয়া মাটির মেটো গন্ধ।
যারা আকাশ ধরতে চায় তারা দাঁড়াক গিয়ে আকাশের ঠিকানায়
কিন্তু যারা আকাশ।
তারা আরো আগুনের মতন জ্বলুক বুকের ভিতর
ঠিক প্রাচীন ভিজে যাওয়া মাটি। 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...