Saturday, March 5, 2016

শীত পড়লো না

শীত পড়লো না
................ ঋষি
==========================================
চলন্তিকা দিনকে দিন দূরত্ব হয়ে যাচ্ছ
এ বছর শীত পড়লো না তাই।
হঠাত বৃষ্টিতে দেখা বসন্তে সাথে তোমার ঠোঁটে
ভিজে একসার।
এই বছর শীত পড়লো না তাই
শুধু তাড়াহুড়ো করে অযথা দূরত্ব বেড়ে গেলো।


চলন্তিকা আজ সারা রাত কবিতা হবে
পাতার পর পাতা জুড়ে শুধু সময় নামক ভদ্রলোক মাড় খাবে।
সব ওই ভদ্রলোকের দোষ
বাজার দর,বেনামী রোগ ,রান্নার গ্যাসে বাড়তি ট্যাক্স।
ইভেন এমন কি তুমি
এই দূরত্ব।
ধুস শীত পড়লো না এবছর
সকালের শিশিরে পেলাম না খুঁজে চলন্তিকা তোমার শরীরে গন্ধ।
শুধু কুয়াসা মোড়া রাস্তা থেকে
কর্পরেসানের গাড়ি  একটা নগ্ন থ্যতলানো বডি পেল।
চলন্তিকা সেটা তুমি ছিলে না
হয়তো তোমার মত যন্ত্রণা কোনো।


চলন্তিকা দিনকে দিন দূরত্ব হয়ে যাচ্ছ
পরকিয়া বলে একটা শব্দের সাথে সভ্যতার মিশেল তাই।
শীত পড়লো না তাই
তোমার হাতে বোনা উলের সোয়েটারটা পরা হলো না।
সেটা আলমারির ভিতরে আমাকে ডাকছে
চলন্তিকা তোমার শীত করছে না তো।

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...