Thursday, March 17, 2016

ঘুম পাচ্ছে

ঘুম পাচ্ছে
............ ঋষি
===========================================
অনেক কথা বলা হলো
চলন্তিকা ,এবার  ছাড়ো ঘুম পাচ্ছে।
ওপাশ ফিরে শুই
মাঝখানে একটা ব্যবধান দরকার ঘুম আর নেই ঘুম।
দুটোই তো অন্ধকার রাত্রি
আর তুমি ভাবনায়।

বহুদিন ঘুম নেই চলন্তিকা
আবার খাটের উপর ,বালিশের উপর ভিজে ভাব।
ধুস ,বৃষ্টি হচ্ছে নাকি
মেঘ করেছে জানি ,খুব বিদ্যুত চমকাচ্ছিল।
লাইট বন্ধ ঘরের ,জানলার আয়না  বেয়ে রুপোলি জ্যোত্স্না
তবু ভেজা বিছানা।
কি করছো প্লিস ছাড়ো আবার ,খুব ঘুম পেয়েছে চলন্তিকা
এবার তো ঘুমোতে দেও।

অনেক কথা বলেছি তোমাকে
মাথার অন্ধকার পৃথিবীতে দৈনন্দিন বাঁচার ভাবনা।
উফ্ফ্ফ্স কি মশা
চলন্তিকা ওই যে আকাশের চাঁদে কেমন একটা মনমরা ভাব।
ভিজে জ্যোত্স্নার চাদর ,ভিজে বালিশ
ঘুম নেই চলন্তিকা ,এবার তো ঘুমোতে দেও। 

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...