Thursday, March 17, 2016

চলন্তিকা ও আকাশ

চলন্তিকা ও আকাশ
............ ঋষি
=============================================
কখন যেন মানুষ বড় হয়ে যায়
চলন্তিকা তুই তো আকাশ চিনতে শিখে গেলি।
কবিতার পাতা থেকে কবির দুরত্ব
আর দুর্বলতা হৃদয়।
তুই হৃদয় বুঝতে শিখে  গেলি
স্টেথিসস্কোপ নিয়ে গভীরতা ,,,আকাশের।

চলন্তিকা তোর ইচ্ছাগুলো স্বপ্নের মত
আকাশ ছোঁয়া ভাবনাদের ক্যালাইডোস্কোপে অসংখ্য রং মহল।
অবিরাম ভাবনা
রংমশাল ,,,,বারুদের গন্ধ ,,পুড়ছে কিছু ,,অবিরাম ,,অনন্ত।
দারুন তো
তুইও তো নিজেকে পোড়াতে শিখে গেলি।
আরো অদ্ভূত জানিস
তুই সব করলি তবু নিয়ম ছাড়তে পারলি না।
আকাশ ভাবলি
কিন্তু চারদেওয়ালে রয়ে গেলি।

কখন যেন মানুষ বড় হয়ে যায়
তুই তো তারা হতে চেয়েছিস ,,আকাশের উজ্বলতম তারা।
কিন্তু বলতো তারাদের বয়স কত ,কোথায় জন্ম ?
আমি জানি না।
তবু মনে হয় তারা সে তো সকলের কাছের
তাকে কি একলা ভাবা যায়। 

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...