দুপুরের ঘাম
............................... ঋষি
======================================================
এক জনকে জুড়ে বসে আছি
আকাশের শঙ্খ চিলের মতন নেমে এসে কোনো দূরত্বে।
শঙ্খ স্তনের পাশে গুটিসুটি মেরে
বেশ করেকবার দাঁত দিয়ে কামড়াবার পরেও
কেন যেন বদল নেই
আমার ,তোর ভিতর জমে থাকা যন্ত্রনাদের একাকিত্ব।
ওইতো মানুষ নামক ভদ্রলোক
নুন আনতে পান্তা ফোরাবার গন্ধ নিয়ে পাগলপাড়া।
সামনের চৌরাস্তা দিয়ে পাগলিটা ছুটছে
বুকের কাপড় ,এফোঁড় ওফোঁড় করে কতগুলো সেলাইয়ের দাগ।
সময়ের গায়ে লেগে আছে হাহাকার ,যন্ত্রণা
চোখ চাটছে কুকুরকে ,,কুকুর চাটছে শুকনো মাটি।
শুকনো বুকেতেও খিদে থাকে
সভ্যতার নর্দমার গন্ধ গায়ে মেখে অন্য বীজ।
পাগলি সে তো মানুষ
আর মানুষ সে পাগলের ভূমিকায় চোখবন্ধ খিদে শরীর।
সত্যি দেখতে নেই
সত্যি তাকে বলা পাগলির শরীরে হয়ত সভ্যতার বীর্য।
একজনকে জুড়ে বসে আছি
আকাশের শঙ্খ চিলের মতন ছো মেরে নেমে আসি।
তোর শরীরে একটা সুতো ও রাখবো না
ঢেকে দেব চাদর দিয়ে চিনচিনে যন্ত্রণা শেওলার গন্ধ।
সহস্র প্রাচীন ইচ্ছার বদল নেই
নগ্ন বুকের মাখে দূরত্ব সে যেন এই দুপুরের ঘাম হয়।
............................... ঋষি
======================================================
এক জনকে জুড়ে বসে আছি
আকাশের শঙ্খ চিলের মতন নেমে এসে কোনো দূরত্বে।
শঙ্খ স্তনের পাশে গুটিসুটি মেরে
বেশ করেকবার দাঁত দিয়ে কামড়াবার পরেও
কেন যেন বদল নেই
আমার ,তোর ভিতর জমে থাকা যন্ত্রনাদের একাকিত্ব।
ওইতো মানুষ নামক ভদ্রলোক
নুন আনতে পান্তা ফোরাবার গন্ধ নিয়ে পাগলপাড়া।
সামনের চৌরাস্তা দিয়ে পাগলিটা ছুটছে
বুকের কাপড় ,এফোঁড় ওফোঁড় করে কতগুলো সেলাইয়ের দাগ।
সময়ের গায়ে লেগে আছে হাহাকার ,যন্ত্রণা
চোখ চাটছে কুকুরকে ,,কুকুর চাটছে শুকনো মাটি।
শুকনো বুকেতেও খিদে থাকে
সভ্যতার নর্দমার গন্ধ গায়ে মেখে অন্য বীজ।
পাগলি সে তো মানুষ
আর মানুষ সে পাগলের ভূমিকায় চোখবন্ধ খিদে শরীর।
সত্যি দেখতে নেই
সত্যি তাকে বলা পাগলির শরীরে হয়ত সভ্যতার বীর্য।
একজনকে জুড়ে বসে আছি
আকাশের শঙ্খ চিলের মতন ছো মেরে নেমে আসি।
তোর শরীরে একটা সুতো ও রাখবো না
ঢেকে দেব চাদর দিয়ে চিনচিনে যন্ত্রণা শেওলার গন্ধ।
সহস্র প্রাচীন ইচ্ছার বদল নেই
নগ্ন বুকের মাখে দূরত্ব সে যেন এই দুপুরের ঘাম হয়।
No comments:
Post a Comment