Saturday, March 5, 2016

নিদ্রিত প্রেম

নিদ্রিত প্রেম
................. ঋষি
=========================================

কই রে মেয়ে
আমার দিকে তাকা প্লিস।
আকাশ সে তো ফুরিয়ে গেছে বহুদিন হলো
তোর হাতে ওগুলো কি পুজোর ফুল।
পুজো হবে না
আকাশ মৃত যেমন মৃত এই সময়ের নিদ্রিত প্রেম।

কই রে মেয়ে, শুনছিস
প্রেম খুঁজছিস বুঝি।
শরীর  ছাড়িয়ে তোর ভাবনাদের চিতায় তোল
সতীদাহ প্রথা না হোক ,,ভাবনার দাহ তো হোক।
চোখ খোল
দেখ তাকিয়ে সামনের পার্কে নজরকাড়া মিথুন।
সময়ের দিকে তাকিয়ে দেখ
হাতঘড়ি বলছে সময়ের বদলানোর গল্প।
এখন প্রেম নেই
সে নাম বদলে শরীর হয়ে গেছে।

কই রে মেয়ে
অভিমান হলো ,,,সত্যি বললাম বলে।
প্লিস একটু ভাব নিজেকে কে তুই ,কি তুই ,কেন তুই
এই পৌরুষের বাজারে বিক্রিত ঝিঙে ,পটল ,আলু আর মাংস।
রান্না করবি ,,,বেশ হবে খেতে
মাংসের স্বাদে যদি প্রেম পাওয়া যায়। 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...