Thursday, March 17, 2016

এত যন্ত্রণা কিসের

এত যন্ত্রণা কিসের
.................. ঋষি
=====================================================
কফিনের শেষ পেরেকটা তুলে আবিষ্কার করলাম নিজেকে
একটা ধ্বংস স্তুপের মতন পচা মাংস আর হারগোঁড় সম্বল।
একশো তে একশো দিলাম তোকে
মার্কার কলমে বড় বড় করে লিখে দিলাম।
বিন্দাস বলেছিস
কিন্তু একটা প্রশ্ন " এত যন্ত্রণা কিসের "?

কোন প্রাগৈতিহাসিক যুগ এর গোলাপি ভোর থেকে
একের পর এক সংসারের জন্ম মৃত্যুরা তোকে  ছুঁয়ে গেছে মুহুর্তের  আনাগোনায়।
ক্লাসিক্যাল টাচ
একদম পুরো ছবির মতন দেখতে পাচ্ছি।
 তুই দাঁড়িয়ে  আছিস   পিরামিড এর  চূঁড়ায়
আমাকে খুঁজছিস।
তোর আত্মা রাখা  পরম যত্নে  মমির বুকের খাঁচায় নানান সুগন্ধির আস্তরনে নীলনদের তীরভূমি ধরে আমার অপেক্ষা আরো একটা নদী হয়ে সভ্যতা নামে।
সব বুঝলাম
কিন্তু প্রশ্ন কফিনের ভিতর আমি আর নেই।

কফিনের শেষ পেরেকটা তুলে আবিষ্কার করলাম নিজেকে
একটা ধ্বংস স্তুপের মতন পচা মাংস আর হারগোঁড় সম্বল।
এমনটা ছিল একদিন
আজ আর নেই ,,এই তো আমি ,,তোর কাছে
ভীষণ কাছে ,,সত্যি বলছি
কিন্তু একটা প্রশ্ন " এত যন্ত্রণা কিসের " ?

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...