Sunday, March 27, 2016

আর তুই

আর তুই
.................. ঋষি
=================================================
শহরটা দূরে সরে যাচ্ছে
ট্রেনের কামরাগুলো ক্রমশ ভাসছে হাওয়াতে।
দূরত্ব বাড়লো ,,,,,কিছুটা দুর্বলতা
ট্রেনটা সোজা পায়ে ফিরে আসবে বলে পা বাড়ালো।
দুর্ঘটনা ,,আমি আছি ,,তুই আছিস ,,কিন্তু সময়
ধুস শহরটা পিছনে সরে যাচ্ছে।

চারটে ছেচল্লিশের ট্রেনের দুডজন খানেক কামরা
বুকের উপর দুলছে।
দূর থেকে শুনতে পাচ্ছি চা ওয়ালা ,,,সিঙ্গারা ওয়ালা ,,,লজেন্স ,,রেফারি
রেফারি সিটি বাজাচ্ছে।
আমি দৌড়চ্ছি নদীর  ধার ধরে
আরো জোরে ,,জোরে কামঅন ,,, ট্রেনটা ধরতে হবে।
দুরত্ব বাড়ছে ,,,কামরার জানলায় তোর মুখ
চুপ আমার শহর আরো দুরে।
আলো নিভলো এই শহরে
আমার ঠোঁটে তোর চায়ের ঠোঁটের এঠো গন্ধ
সাথে বিস্কুট ,,মস্করা ,,,আনন্দ ,,আর তুই।

শহরটা দুরে সরে যাচ্ছে
ট্রেনের শব্দটা শহর ছাড়ছে নিস্তব্ধে বিস্ফোরণ করে।
প্রতিটা বিস্ফোরণ এক একটা ইঙ্গিত নতুন শুরুর
আবার ট্রেনটা ফিরবে কোনদিন।
জমজমাট শহরের পথে হাজার ভিড়ে কিছুটা মুহূর্ত
স্মরনীয় হয়ে থাক দূরত্বের সাথে।

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...