সভ্যতার আদর
............... ঋষি
===============================================
এই সভ্যতার একটা মেরুদন্ড দরকার
প্রতিটা মরার আগে বাঁচবার অধিকার দরকার।
সভ্যতার শিরায় জমে থাকা রক্তক্ষরণে
কিছুটা প্রতিবাদ দরকার।
আবার আসবো ফিরে এ কথাটা ভীষণ শোনা আমাদের
তবুও কেন জানি কথাটার সত্যি দরকার।
তুমি বলেছিলে
পরিচয়হীন বয়স সময়ের পাল্লায় ওজন বাড়িয়ে গেছে অনেক আগে।
তুমি লিখেছিলে
আমরা যে ফুরিয়ে যাচ্ছি এটা আমরা জানতে ভয় পাই।
আমাদের মানচিত্রের সামনে
যেমন সুনামিতে ফুরিয়ে যায় কোনো দেশ।
কোনো রাসায়নিক বিক্রিয়ায় কোনো দেশ বাজা হয়ে যায়
আমরা খবর রাখি শুধু সময়ের পাতায়।
একদম ঠিক
তোমার সমর্থনে আমার এই কবিতায় তোমাকে সেলাম।
সময় কখনো পিছনে হাঁটে নি
কথা গুলো ভীষণ ঠিক এই সভ্যতার কাছে।
জানি এই সভ্যতায় তোমার পরিচয় দরকার এসো তোমাকে পরিচিত করি
তুমি আমার প্রেমিকা ,আমার বেঁচে থাকা আশ্রয় ,,"সময়"।
যেমন গাছের আদরে মাটিকে আঁকড়ে থাকে
তেমন সময় এই সভ্যতার ভয়ংকর আদর।
............... ঋষি
===============================================
এই সভ্যতার একটা মেরুদন্ড দরকার
প্রতিটা মরার আগে বাঁচবার অধিকার দরকার।
সভ্যতার শিরায় জমে থাকা রক্তক্ষরণে
কিছুটা প্রতিবাদ দরকার।
আবার আসবো ফিরে এ কথাটা ভীষণ শোনা আমাদের
তবুও কেন জানি কথাটার সত্যি দরকার।
তুমি বলেছিলে
পরিচয়হীন বয়স সময়ের পাল্লায় ওজন বাড়িয়ে গেছে অনেক আগে।
তুমি লিখেছিলে
আমরা যে ফুরিয়ে যাচ্ছি এটা আমরা জানতে ভয় পাই।
আমাদের মানচিত্রের সামনে
যেমন সুনামিতে ফুরিয়ে যায় কোনো দেশ।
কোনো রাসায়নিক বিক্রিয়ায় কোনো দেশ বাজা হয়ে যায়
আমরা খবর রাখি শুধু সময়ের পাতায়।
একদম ঠিক
তোমার সমর্থনে আমার এই কবিতায় তোমাকে সেলাম।
সময় কখনো পিছনে হাঁটে নি
কথা গুলো ভীষণ ঠিক এই সভ্যতার কাছে।
জানি এই সভ্যতায় তোমার পরিচয় দরকার এসো তোমাকে পরিচিত করি
তুমি আমার প্রেমিকা ,আমার বেঁচে থাকা আশ্রয় ,,"সময়"।
যেমন গাছের আদরে মাটিকে আঁকড়ে থাকে
তেমন সময় এই সভ্যতার ভয়ংকর আদর।
No comments:
Post a Comment