কুয়াসা ঢাকা চোখ
.............. ঋষি
==============================================
কুয়াসা ঢাকা চোখগুলো আজকাল বড় জ্বালাচ্ছে
ইন্ধন যোগানোর মত কিছুই নেই আমার।
তবে তো ঘুমিয়ে থাকা শ্রেয়
কিন্তু ঘুম কই।
সেতো কুয়াসা মোড়া সকালে আলোর অপেক্ষা
মৃত্যু তাও কি সত্যি ?
শহরের পথে অলিগলি বেয়ে অনেকটা গভীর চোখের ভাষা
জীবন সম্বল পবিত্র ঈশ্বরের দরজায় ধাক্কা মারি।
বারংবার
কেন এমন হয় ?
ঘুম আসে না চোখে।
কুয়াসা ঢাকা চোখগুলো আজকাল বড় জ্বালাচ্ছে
কিছুতেই আলোতে আসছে না।
সমস্ত সম্বল জুড়ে আলেয়ার মতন কিছু তাড়া করছে
চৌরাস্তা দিয়ে আমি দৌড়চ্ছি পাগলের মত
মৃত্যু এই দৌড়ের কি শেষ নেই?
কুয়াসা ঢাকা চোখগুলো আজকাল বড় জ্বালাচ্ছে
তোর সামনের দরজায় সময় বসে মোমবাতি জ্বেলে
আর পিছনেরটা বন্ধ চিরকাল।
এখন আমি কি করি
আলো জ্বালি ,হাতে হ্যারিকেন ,,দুরু দুরু বুক
সময় এগিয়ে আসছে বলে।
.............. ঋষি
==============================================
কুয়াসা ঢাকা চোখগুলো আজকাল বড় জ্বালাচ্ছে
ইন্ধন যোগানোর মত কিছুই নেই আমার।
তবে তো ঘুমিয়ে থাকা শ্রেয়
কিন্তু ঘুম কই।
সেতো কুয়াসা মোড়া সকালে আলোর অপেক্ষা
মৃত্যু তাও কি সত্যি ?
শহরের পথে অলিগলি বেয়ে অনেকটা গভীর চোখের ভাষা
জীবন সম্বল পবিত্র ঈশ্বরের দরজায় ধাক্কা মারি।
বারংবার
কেন এমন হয় ?
ঘুম আসে না চোখে।
কুয়াসা ঢাকা চোখগুলো আজকাল বড় জ্বালাচ্ছে
কিছুতেই আলোতে আসছে না।
সমস্ত সম্বল জুড়ে আলেয়ার মতন কিছু তাড়া করছে
চৌরাস্তা দিয়ে আমি দৌড়চ্ছি পাগলের মত
মৃত্যু এই দৌড়ের কি শেষ নেই?
কুয়াসা ঢাকা চোখগুলো আজকাল বড় জ্বালাচ্ছে
তোর সামনের দরজায় সময় বসে মোমবাতি জ্বেলে
আর পিছনেরটা বন্ধ চিরকাল।
এখন আমি কি করি
আলো জ্বালি ,হাতে হ্যারিকেন ,,দুরু দুরু বুক
সময় এগিয়ে আসছে বলে।
No comments:
Post a Comment