সভ্যতার সীমানা
.............. ঋষি
===================================================
আমার মধ্যে একটা সাজানো বাঘ বসে আছে
যে জঙ্গলে তোর নদীর জল খাবে বলে শিকারে নকল ব্যস্ত।
লম্ফঝম্প প্রতিদিনের পরে
একই শীতলতা ,জঙ্গলের দরজা খুলছে প্রাচীন সবুজে।
আবার হারাচ্ছে সময়ের কাছে
লোহার খাঁচায় এই সভ্যতার দেওয়ালে রক্তের গন্ধ।
জানিস সাজিয়ে একটা জঙ্গল তৈরী হয়েছে সভ্যতার নামে
ইট,কাঠ,পাথরের স্থুপগুলো হাহাকার সভ্যতার দেওয়াল সীমানায় বন্দী।
কখনো শহর ,কখনো গ্রাম ,কখনো রাজ্য ,কখনো দেশ ,কখনো বা মানচিত্র
কিন্তু আমি সেই একলা দাঁড়িয়ে সবুজ জঙ্গলে।
প্রকৃতির দাবিতে বাঁচার আশায়
আমায় একটু মুক্তি দিতে পারিস প্লিস।
এই হলুদ ডোরাকাটা বসন ছেড়ে ,হিস্র দাঁত ,নখ ছেড়ে
যদি একটু মানুষ হতে পারি।
সত্যিকারের মানুষের মতন চিত্কার করে বলতে পারি
এই সভ্যতা আমার।
এটা কোনো জঙ্গল না ,,এটা বাসস্থান
এটা প্রয়োজনীয় বাঁচা।
আমার মধ্যে একটা সাজানো বাঘ বসে আছে
যে বাঁচার পিরামিডে নিয়মিত একটা চক্রে ,,একটা সংক্রমনে বাস করে।
সংক্রমণ একটা আজব রোগ ,,,দৌড়োনো
আমিও দৌড়চ্ছি অদ্ভূত এক মরণ রোগের শিকার হয়ে।
সভ্যতার এই সংক্রমণের একটু জীবন দরকার
যেখানে আমিও মানুষ ,,,,মুক্ত সবুজে।
.............. ঋষি
===================================================
আমার মধ্যে একটা সাজানো বাঘ বসে আছে
যে জঙ্গলে তোর নদীর জল খাবে বলে শিকারে নকল ব্যস্ত।
লম্ফঝম্প প্রতিদিনের পরে
একই শীতলতা ,জঙ্গলের দরজা খুলছে প্রাচীন সবুজে।
আবার হারাচ্ছে সময়ের কাছে
লোহার খাঁচায় এই সভ্যতার দেওয়ালে রক্তের গন্ধ।
জানিস সাজিয়ে একটা জঙ্গল তৈরী হয়েছে সভ্যতার নামে
ইট,কাঠ,পাথরের স্থুপগুলো হাহাকার সভ্যতার দেওয়াল সীমানায় বন্দী।
কখনো শহর ,কখনো গ্রাম ,কখনো রাজ্য ,কখনো দেশ ,কখনো বা মানচিত্র
কিন্তু আমি সেই একলা দাঁড়িয়ে সবুজ জঙ্গলে।
প্রকৃতির দাবিতে বাঁচার আশায়
আমায় একটু মুক্তি দিতে পারিস প্লিস।
এই হলুদ ডোরাকাটা বসন ছেড়ে ,হিস্র দাঁত ,নখ ছেড়ে
যদি একটু মানুষ হতে পারি।
সত্যিকারের মানুষের মতন চিত্কার করে বলতে পারি
এই সভ্যতা আমার।
এটা কোনো জঙ্গল না ,,এটা বাসস্থান
এটা প্রয়োজনীয় বাঁচা।
আমার মধ্যে একটা সাজানো বাঘ বসে আছে
যে বাঁচার পিরামিডে নিয়মিত একটা চক্রে ,,একটা সংক্রমনে বাস করে।
সংক্রমণ একটা আজব রোগ ,,,দৌড়োনো
আমিও দৌড়চ্ছি অদ্ভূত এক মরণ রোগের শিকার হয়ে।
সভ্যতার এই সংক্রমণের একটু জীবন দরকার
যেখানে আমিও মানুষ ,,,,মুক্ত সবুজে।
No comments:
Post a Comment