Friday, March 11, 2016

শুনতে পাচ্ছো চলন্তিকা

শুনতে পাচ্ছো চলন্তিকা
................... ঋষি
============================================
আমার কথা শুনতে পাও তুমি ,চলন্তিকা
সাইকেল থেকে রেলের ইঞ্জিনের শব্দ।
শব্দ জব্দ
সময়ের অধিকারে লেগে যাওয়া পটাশিয়াম সায়ানেট।
নির্ঘাত মৃত্যু
আমার কথা বুঝতে পারছো তুমি।

চলন্তিকা  তুমি জানো
সম্পর্ক একটা চিড়িয়াখানা এই সভ্যতায়।
প্রলেপ দেওয়া সভ্যতার চোখে রেলিগে আটকানো জন্তুগুলো
কবেই হারিয়ে ফেলেছে সবুজ রং।
আর ঢং
ঘড়ির কাঁটায় ক্রমাগত ছুঁতে থাকা নিউমারিকাল সংখ্যা।
বদলায় আবার ফিরে আসে
সময়ের সাথে বদলানো মুখে আজব রসিকতা।
গিলিগিলি গে ম্যানড্রেড সাহেবের ঝুলিতে
লুকোনো রুপকথা।

আমি জানি এই ধংসের দায় মানুষের কুপমন্ডুকতায়
যারা বিপাশা বসুকে দেখলে জেলাস হয়
আবার একদল হয়ে যায় সম্পূর্ণ নগ্ন।
তাদের  বলি
জীবন বড় সুন্দর ,প্রয়োজন আছে বাঁচার সম্পর্কের
কিন্তু অধিকারে সম্পর্ক বাঁচে না। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...