Friday, March 11, 2016

ক্ষমাপ্রার্থী

ক্ষমাপ্রার্থী
,,,,,,,,,,,,,,, ঋষি
==========================================
আমি তোমার সমানে দাঁড়িয়ে
সময়ের অধিকারে নারী আমি ক্ষমাপ্রার্থী তোমার কাছে।
প্লিস ক্ষমা করো পুরুষকে
ক্ষমা করো পুরুষের পৌরুষের নামে
নেমে আসা জপের মালাকে
প্রতিটা বিচার যা অবিচারের মতন সামাজিক পাপ।

তোমাকে ধরে পেটাচ্ছে ,শরীরের সুখে অধিকার পোড়াচ্ছে
প্রতিদিন কয়েকশো শৈশব আগুনে পুড়িয়ে।
নারী তোমাকে শেখানো হচ্ছে
তোমাকে আলোতে আসতে নেই।
তোমাকে নিয়ে কেনা ,বেচা চলছে জন্তুর মতন
বিভিন্ন দেশে তুমি বানিজ্য পণ্য।
মাপা হচ্ছে তোমার বুকের মাপ ,কোমরের মাপ ,পাছার মাপ
ফলাও করে তোমাকে করা হচ্ছে ভোগপণ্য
গৃহপালিত পশুর মতন তোমাকে করা হচ্ছে উত্পাদন যন্ত্র।

আমি তোমার সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে
তোমার অধিকার দিয়ে সময় বদলানোর প্রার্থনায়।
তোমার জানানো দরকার
তুমি পুরুষের অধিকার নও ,পুরুষের প্রেম ,পুরুষের অলংকার।
তোমার প্রতিটা যন্ত্রণা ,আমাদের হোক
আমি পুরুষ জাতির  পক্ষ থেকে ক্ষমাপ্রার্থী তোমার কাছে। 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...