Sunday, March 27, 2016

মৃত্যুর আসামী

মৃত্যুর আসামী
.................. ঋষি
===================================================
মাগী তোর মরণ নেই
হারানো সমাজের চলচিত্রে খুব নিরুপায় মায়ের মুখ
মেয়েরা মাগী হয় ,,তাকে মারতে হয় তিলে তিলে ,,চিরসত্য।
কিন্তু এই একবিংশ শতকের দরজায় দাঁড়িয়ে আমার জানতে ইচ্ছে হয়
কড়জোরে  দাঁড়াতে ইচ্ছে হয় ,,কোনো নারীর কাছে
এত মৃত্যু কেন ?

সমাজের চোখে জ্বলে ওঠা আগুন মুখে নিয়ে
একটা চিরসত্য মেয়েরা বংশের সম্ভ্রম,,মেয়েরা মায়ের জাত।
এই সত্যের আড়ালে মায়ের মৃত্যু চিরকালীন
সেই শৈশব থেকে শুনে আসা ,,এমন করে ফ্রক পড়তে নেই।
গাছে উঠতে নেই। ..এমন করে বসতে নেই।
ছেলেদের সাথে কথা বলতে নেই।
ভালবাসতে নেই ,,,, হ্যা মেয়েদের ভালোবাসতে নেই।
একটা সামজিক রীতি যেখানে অনিয়মিত সঙ্গমে
যদি মেয়ে মা হয়ে যায় ,,,সত্যিকারের ,,,,অনিয়ম।
তখন যথারীতি নিত্যের কাহিনী
মাগী তোর মরণ নেই।
কিন্তু কেন এই বন্ধন ,,কেন এই প্রশ্ন সমাজ
এটা তো সত্যি মেয়েরাই মা হতে পারে।

দিন বদলেছে ,,বদলেছে ভাবনা ,,কিন্তু সেই এক ভয়
কেন এত মৃত্যু ?
ইতিহাস সাক্ষী করে তাকিয়ে দেখলে এই সভ্যতায় ধর্ষণ খুব নিয়মিত।
কিন্তু কেন এই বলপ্রয়োগ ,,,কে দিল অধিকার ?
আজ আমি প্রশ্ন করি সমাজে কাছে ,,সময়ের কাছে
কে দিল সাহস ,,,এমন অবস্থার ,,যেখানে মেয়েরা মৃত্যু আসামী ?
.
( মতবিরোধ থাকতে পারে ,,আমি ক্ষমাপার্থী তাদের কাছে যারা আমার বিপরীত মেরুতে বাস করে। )

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...