Thursday, March 17, 2016

যদি ফিরে আসে

যদি ফিরে আসে
............... ঋষি
===============================================
যদি ফিরে আসে সেই আলুকাবলিওয়ালা
জানলার খিরকি আঁকড়ে  মনে আছে " ও কাকু একটু দাঁড়াও "।
তারপর পা টিপে টিপে দৌড়
সম্বল সেই হাফ প্যান্ট আর খালি গা।
এক আকাশ ঘুড়ি ,স্বপ্ন সুড়সুড়ি
সেই দিদা আর নেই।

আমি শুধু ক্যালেণ্ডারের সংখ্যার শৃঙ্খলা হয়ে লেপ্টে যেতে থাকি
শৈশব ছেড়ে যৌবনের সেই সময়ের ডাকাডাকি।
ভ্যানিলা ফ্লেভার মাখা প্রেয়সীর ঠোঁট
কলেজ ক্যান্টিন ,গেট টু গেদার বন্ধুদের কফিহাউস
নবারুণ গিটার বাজাতো ভালো।
তার সাথে সেই হুল্লোর সিগারেটের টান
বন্ধুর মুখ মনে পরে বড়।
অনেকেই গাল টেপে সেই সময় ,সময় ছিল ভালো
অনেকেই বলেছিল অফিস ,সাহেব ,পাইলট
জীবিত থাকবো ভালো,আরো বড় ।
আজ অফিসের গেট ,চেয়ার ,টেবিল বেয়ারা
আর জীবন ক্যালেন্ডারে প্রেসেন্ট প্লিস।

যদি ফিরে আসে সেই আলুকাবলিওয়ালা
আমি দৌড়ে যাবো প্রশ্ন করবো কাকু কতক্ষণ দাঁড়িয়ে।
উত্তর আমি জানি ,আসলে সবাই জানি
সম্বল সেই চকলেট ,দুধে ভাতে স্বপ্নের সফর।
সব শেষ
তবু যদি ফিরে আসে। 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...