Thursday, March 3, 2016

তুমি শুনতে পাচ্ছো

তুমি শুনতে পাচ্ছো
............ ঋষি
==========================================
ঠিক আধ ঘন্টাতে কি কি হতে পারে
হতে পারে কোনো প্রকৃতির বিপর্যয়।
ভূমিকম্প ,ঝড়। ..এক কথায় মৃত্যু
কিংবা জন্ম হতে পারে নতুন কোনো স্পন্দনের।
কবিতার কিংবা শব্দের
অথবা এমন কিছু যেটা একটা ম্যাজিক।

এই সব ভেবে মাথা খারাপ না করলেও চলবে
ঠিক এই কথা তুমি বলবে চলন্তিকা।
শেষ আধ ঘন্টা তোমাকে নেটওয়ার্কে  পাওয়া যাচ্ছে না
কোথাই তুমি ?
হয়তো এই আধ ঘন্টা তুমি ব্যস্ত কোনো অফিসের ফাইলে
কিংবা  কোনো রান্নাঘরের জানলায় মুখ লুকিয়ে।
অথবা কথাও পাতা ঝরা  অভিমানে
বিষয়টা স্বাবাভিক।
কিন্তু অস্বাভিক চাপ আমার কাছে
তোমাকে নেটওয়ার্কে  পাওয়া যাচ্ছে না।

ঠিক আধ ঘন্টাতে কি কি হতে পারে
তুমি থাকলে হয়তো বলতে পাগল ,,এই তো আমি।
বড় বিস্ময় এটা ,,সত্যি তো তুমি
কিন্তু আধ ঘন্টা ঠিক কাঁটার মতন বেড়ে যাচ্ছে।
আরো একবার ট্রাই করি ,,,ফোনটা বাজছে
তুমি শুনতে পাচ্ছো চলন্তিকা। 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...