তোকে মনে করা
.................. ঋষি
===================================================
গোটা একটা ছিমছাম পরিবেশ পেড়িয়ে
ঢুকে পরেছি ,,গভীরে।
মাথা নিচু করে আকাশ ধরতে চাওয়াটা বোধহয় একটা প্রলোভন
বুকের যন্ত্রনাদের পাপোষে রেখে উঠে দাঁড়ানোতে,
শালীনতা থাকে
কিন্তু হৃদয় কোনো ফর্মের ঠিকানা পূরণ নয়।
আর পারছি না
সময়ের সাথে সন্ধি করে বাঁচতে চাওয়ার হাতগুলো আঁকড়ে ধরে।
আর পারছি না
নিজেকে নির্লোভ ভাবতে।
অস্তিত্বের অ ,আ,ক,খ শিখতে শিখতে
মনে কাছে শুধু শব্দদের স্মৃতিচারণ।
কিন্তু ব্যাকরণ ছাড়া বাঁচতে চাওয়াটা কি বেশি চাওয়া তবে
আমার চিত্কার করতে ইচ্ছে করছে তোর নাম ধরে
এটা কি পাগলামি তবে।
তোকে জড়িয়ে বাঁচার অঙ্কগুলো সবটাই ভুল
না আর মানতে পারছি না।
গোটা একটা ছিমছাম পরিবেশ পেড়িয়ে
ঢুকে পরেছি তোর বুকের গন্ধে।
নেশা হওয়া মহুয়ার সাথে আরো গভীরে আমি বাঁচছি
যেখানে কোনো শালীনতা নেই।
নেই কোনো ভূমিকা বেঁচে থাকার কেবিনে
শুধু বালিশ আঁকড়ে তোকে মনে করা।
.................. ঋষি
===================================================
গোটা একটা ছিমছাম পরিবেশ পেড়িয়ে
ঢুকে পরেছি ,,গভীরে।
মাথা নিচু করে আকাশ ধরতে চাওয়াটা বোধহয় একটা প্রলোভন
বুকের যন্ত্রনাদের পাপোষে রেখে উঠে দাঁড়ানোতে,
শালীনতা থাকে
কিন্তু হৃদয় কোনো ফর্মের ঠিকানা পূরণ নয়।
আর পারছি না
সময়ের সাথে সন্ধি করে বাঁচতে চাওয়ার হাতগুলো আঁকড়ে ধরে।
আর পারছি না
নিজেকে নির্লোভ ভাবতে।
অস্তিত্বের অ ,আ,ক,খ শিখতে শিখতে
মনে কাছে শুধু শব্দদের স্মৃতিচারণ।
কিন্তু ব্যাকরণ ছাড়া বাঁচতে চাওয়াটা কি বেশি চাওয়া তবে
আমার চিত্কার করতে ইচ্ছে করছে তোর নাম ধরে
এটা কি পাগলামি তবে।
তোকে জড়িয়ে বাঁচার অঙ্কগুলো সবটাই ভুল
না আর মানতে পারছি না।
গোটা একটা ছিমছাম পরিবেশ পেড়িয়ে
ঢুকে পরেছি তোর বুকের গন্ধে।
নেশা হওয়া মহুয়ার সাথে আরো গভীরে আমি বাঁচছি
যেখানে কোনো শালীনতা নেই।
নেই কোনো ভূমিকা বেঁচে থাকার কেবিনে
শুধু বালিশ আঁকড়ে তোকে মনে করা।
No comments:
Post a Comment