Thursday, March 3, 2016

ভালো আছি

ভালো আছি
............... ঋষি
=================================================
আর উত্তর ছিলো না কিছু
স্বাবাভিক।
ঠিক আছি ,,এমনি হয় ,,হতে হয়
নয়তো  বা  ধরা পরে যাওয়া।
আজন্মার অভাব ,,,,,স্বভাব লুকিয়ে থেকে বলা
ভালো আছি ,,,,, বেশ  আছি।

ঠিক তাই
ভালো তো সকলেই থাকতে চাই।
কিন্তু ভালো থাকতে দিচ্ছে কে
সম্পর্ক্য ,,,,বিরহ ,,,প্রেম ,,,,,খিদে ,,,,আর কত।
শব্দটা হলো খিদে
মেয়ের পরীক্ষার চাপ ,,ছেলের জ্বর এসেছে ,,,ওনার আজকে পায়ে লেগেছে।
উফ্ফ্স কি চাপ ,,সারা শরীরে ব্যাথা
ভালো থাকা।
উফ্ফ্স সে কি আর হয়
এই সময় ,,,দৌড়োনো প্রতিযোগিতায় ,,,কমার্সিয়াল টিভি সিরিয়ালে।
রোজকার ঝগড়া
শাস বহু ,,,কিংবা হ্যাম আর তুম ,,,কিংবা নিজেই
ধুস মনখারাপ।

আর উত্তর থাকতে নেই কখনো
ভালো আছি।
এ এক কমন ফ্যাক্টর বেঁচে থাকার কাঁঠাল পাকাতে
নয়তোবা  লজ্জা খারাপ থাকার।
স্বাভাবিক আমরা সকলে সামাজিক
শুধু অসামাজিক বোধ হয় বেঁচে থাকা। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...