সময়ের সাথে
,,,,,,,,,,,,,,,,, ঋষি
=========================================
চাবুক চলছে শুনতে পাচ্ছো চলন্তিকা
চারিদিকে সবুজ ঢাকা ,অদৃশ্য মৃত্যুর ডাক।
আমাকে দিয়ে আর কবিতা হবে না
হবে না প্রেম ,শুধু রক্তক্ষরণ।
চাবুক চলছে বিদ্যুতের মতন মৃত্যুর গন্ধ
সময়ের গায়ে।
শুধু চাবুক আর চাবুক আর চিত্কার
আকাশ বাতাস ছিঁড়ে সময়ের শবটা ঢুকে গেলো ফার্নেসে।
মৃত্যুপুরী ,,,,,সব পুড়ছে
প্রথমে চুল ,তারপর চামড়া ,তারপর বাকিটুকু।
অস্তিত্ব মুছতে কি খুব সময় লাগে চলন্তিকা ?
কাকতাডুয়ার মতো অদৃশ্য দ্বীপে চারিপাশে শুধু সবুজ স্বপ্নরা
পাহারায় আছি ,,চাবুক চলছে মৃত্যুর।
ভয় নেই ,তবু ভয়
একবার যদি শেষের আগে,,,,,,,,,,,,,,, যদি শুরু হয়
চলন্তিকা সারা অস্তিত্বে চাবুকে দাগ।
ডিমের খোলশের ভিতর মৃত্যু যেন জন্মানো আগামী
বিছানার চাদরে নারীকে আজকাল বেআব্রু লাগে।
বেআব্রু প্রেম চলন্তিকা
চারদিকের সভ্যতার সন্ত্রাসে নির্বাক আমার দৃষ্টি।
পুলিশ ,বুলেট ,বারুদ ,আকর্ষণ ,চুম্বক
আচ্ছা মৃত্যু কি খুব জরুরী ?
,,,,,,,,,,,,,,,,, ঋষি
=========================================
চাবুক চলছে শুনতে পাচ্ছো চলন্তিকা
চারিদিকে সবুজ ঢাকা ,অদৃশ্য মৃত্যুর ডাক।
আমাকে দিয়ে আর কবিতা হবে না
হবে না প্রেম ,শুধু রক্তক্ষরণ।
চাবুক চলছে বিদ্যুতের মতন মৃত্যুর গন্ধ
সময়ের গায়ে।
শুধু চাবুক আর চাবুক আর চিত্কার
আকাশ বাতাস ছিঁড়ে সময়ের শবটা ঢুকে গেলো ফার্নেসে।
মৃত্যুপুরী ,,,,,সব পুড়ছে
প্রথমে চুল ,তারপর চামড়া ,তারপর বাকিটুকু।
অস্তিত্ব মুছতে কি খুব সময় লাগে চলন্তিকা ?
কাকতাডুয়ার মতো অদৃশ্য দ্বীপে চারিপাশে শুধু সবুজ স্বপ্নরা
পাহারায় আছি ,,চাবুক চলছে মৃত্যুর।
ভয় নেই ,তবু ভয়
একবার যদি শেষের আগে,,,,,,,,,,,,,,, যদি শুরু হয়
চলন্তিকা সারা অস্তিত্বে চাবুকে দাগ।
ডিমের খোলশের ভিতর মৃত্যু যেন জন্মানো আগামী
বিছানার চাদরে নারীকে আজকাল বেআব্রু লাগে।
বেআব্রু প্রেম চলন্তিকা
চারদিকের সভ্যতার সন্ত্রাসে নির্বাক আমার দৃষ্টি।
পুলিশ ,বুলেট ,বারুদ ,আকর্ষণ ,চুম্বক
আচ্ছা মৃত্যু কি খুব জরুরী ?
No comments:
Post a Comment