Wednesday, March 9, 2016

হাইজিনিক জীবন

হাইজিনিক জীবন
................... ঋষি
==========================================
দৃশ্যের বাইরে দৃশ্যকে ছুঁয়ে দেখেছো কখনো
দৃশ্যকেও শরীর মনে হয়।
একটা সময় মৈথুন করার আগে আমি হাত ধুঁয়ে নিতাম
সেটা নাকি হাইজিনিক।
আর আজ
সময়কেই ইচ্ছে করে কাদায় ফেলে মৈথুন করি।

থুড়ি এমন করে বলাটা
আনহাইজিনিক।
অথচ ক্ষণিকা  তোমার বেডরুমে চাদরে রক্ত দেখেছিলাম
দেখেছি  হৃদয় কোষে জমে থাকা মুহুর্তদের
কি বলো ? হাইজিনিক।

মুহুর্তগুলো জমে গিয়ে কখন যেন বিষাক্ত ফোঁড়া হয়ে গেছে
হয়ে গেছে সময়ের নিলাজ দরজা ।
দরজা খুলছে বাসি,পচা ,লাশ
বস্তা বস্তা জীবন।
জীবন নাকি এক নির্দিষ্ট এলাইনমেন্ট নির্ভর
থুড়ি হাইজিনিক জীবন।

দৃশ্যের বাইরে দৃশ্যকে ছুঁয়ে দেখেছো কখনো
দৃশ্যকেও মৃত্যু মনে হয়।
আয়নায় চোখ রেখে নিজের জীবনে ময়লা তুলতে থাকো
হাইজিনিক জীবন।
আর আমি কাদায় শুয়ে মিশে থাকা শরীর
আমাকে ডেটল জলে ধুতে চেষ্টা করো। 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...