Saturday, March 5, 2016

জীবনের ছুট

জীবনের ছুট
...................... ঋষি

================================================
মৃত্যুকে ঘুম পাড়িয়ে রেখেছি
বুকের ফাঁকে আলো।
সকালের শেষ সাইরেনে কারখানার ভো
জীবন ছুটছে।
রাস্তা দিয়ে ,সময় দিয়ে ,মানুষ ধরে ,মানুষের সাথে
একার  পৃথিবী  মৃত্যু এখানে।

জানলার বাইরে দেখ তাকিয়ে
মৃত্যুর ঘুম ভেঙ্গে যাবে।
বুকের দরজায় কলিং বেলের  শব্দ সময় দাঁড়িয়ে
অপেক্ষায় থাকুক।
সময়ের আগে ফুরিয়ে যাওয়া সময়ের অভাব
আর জীবনের সাথে হেঁটে চলা যুদ্ধের স্বভাব।
যুদ্ধ  চলছে
ইতিহাস থেকে পায়ে পায়ে বিস্তির্ন্য রক্ত কনিকায়।
প্রতি শিরায় ,,,এক যুদ্ধ
আর  স্পন্দন বেঁচে থাকার নাম।

মৃত্যুকে ঘুম পাড়িয়ে  রেখেছি
ওষুধের  দোকানে ,হসপিটালের বেডে  বেঁচে থাকার যুদ্ধ।
মৃত্যুকে জাগতে  দেওয়া যাবে না
বাঁচতে হবে সময়ের সাথে যুদ্ধ করে।
আরেকটা সকাল দেখবো  বলে
প্রতিদিন তোমার সাথে জীবন ,,পথ হাঁটা আদর করে।  

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...