Tuesday, March 29, 2016

জীবিত বাহানা

জীবিত বাহানা
...................... ঋষি
===================================================
দূরত্ব কিছুই থাকে না
কিছুটা দুর্বলতা থাকে গভীর কোনো নক্ষত্রের দেশে।
যেখান থেকে সময় কিছু থাকে না
কিছু মুহূর্ত থাকে ,আরো গভীরে
অনেকটা ভালোবেসে।

এইভাবে সময়ের সাথে বাস
জীবনের এই অবুঝ সফরে নির্দিষ্ট মুদ্রাদোষে
স্মৃতিদের কারাবাস।
স্মৃতি কিছুই থাকে না আমার এই একলা দেশে
কিছুটা মায়া রাখা থাকে চেতনার মুখ
সময়কে ভালোবেসে।

সময় কাকে বলে ?
কার সাথে বাস ,কার ঘরে থাকা ,জীবিত কিনা ?
প্রশ্নচিন্হ গলায় আটকে
আসলে একলা থাকা  জীবিত বাহানা।
জীবিতের মতন
পাতায় পাতায় রক্তের গন্ধ ,,নিস্তব্ধ ঠিকানা।

দূরত্ব কিছু থাকে না
কিছুটা দুর্বলতা জুড়ে অনেকটা আকাশ ভরা মায়াময় আলো।
কে এলো ,কে গেলো জানা নেই
শুধু জানা নিজে কাছে
এই জীবিত বাহানা।  

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...