Tuesday, March 29, 2016

জীবিত বাহানা

জীবিত বাহানা
...................... ঋষি
===================================================
দূরত্ব কিছুই থাকে না
কিছুটা দুর্বলতা থাকে গভীর কোনো নক্ষত্রের দেশে।
যেখান থেকে সময় কিছু থাকে না
কিছু মুহূর্ত থাকে ,আরো গভীরে
অনেকটা ভালোবেসে।

এইভাবে সময়ের সাথে বাস
জীবনের এই অবুঝ সফরে নির্দিষ্ট মুদ্রাদোষে
স্মৃতিদের কারাবাস।
স্মৃতি কিছুই থাকে না আমার এই একলা দেশে
কিছুটা মায়া রাখা থাকে চেতনার মুখ
সময়কে ভালোবেসে।

সময় কাকে বলে ?
কার সাথে বাস ,কার ঘরে থাকা ,জীবিত কিনা ?
প্রশ্নচিন্হ গলায় আটকে
আসলে একলা থাকা  জীবিত বাহানা।
জীবিতের মতন
পাতায় পাতায় রক্তের গন্ধ ,,নিস্তব্ধ ঠিকানা।

দূরত্ব কিছু থাকে না
কিছুটা দুর্বলতা জুড়ে অনেকটা আকাশ ভরা মায়াময় আলো।
কে এলো ,কে গেলো জানা নেই
শুধু জানা নিজে কাছে
এই জীবিত বাহানা।  

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...