Thursday, March 10, 2016

অপেক্ষা জীবন

অপেক্ষা জীবন
.................. ঋষি
==========================================
জীবনের বুকে হাত রেখে দেখো
ধরপর ধরপর।
পাখির  ডানা  সময়ের সাথে ঝাপটাতে থাকে
অহেতুক কিছু বলি নি।
শুধু বলেছি মৃত্যু তুই নেই কাছে ,খুব কাছে
তবু ভালো আছি।

জীবনের আহত ডানায় চোখ রগড়ে
সময় দেখি।
হাত বোলায় যন্ত্রণার প্রলেপে লেগে থাকা বিষন্নতা
কিছুই পূর্ণ হয় না।
কিছুই সম্পূর্ণ নয়
শুধু বেঁচে থাকায় আকাশ নীলে প্রচুর পাখির  স্পন্দন।
আর নীল ঠোঁটে লেগে থাকা খিদে
ছুঁয়ে আছি  মৃত্যু
যেমন পাখি আকাশ ছুঁতে চায়।

জীবনের শব্দে অসাবধানতায়  কিছু একটা শুনতে পাই
ক্রমশ কাছের  থেকে কাছে উড়ন্ত বিমানের শব্দ।
নকল পাখি বোধ হয়
হাত নাড়ি  মাটির পৃথিবীতে দাঁড়িয়ে অপেক্ষায়।
হৃদয়ের পাখি
আসলে সকলেরি  আকাশ ছুঁতে চায়। 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...