Thursday, March 10, 2016

অপেক্ষা জীবন

অপেক্ষা জীবন
.................. ঋষি
==========================================
জীবনের বুকে হাত রেখে দেখো
ধরপর ধরপর।
পাখির  ডানা  সময়ের সাথে ঝাপটাতে থাকে
অহেতুক কিছু বলি নি।
শুধু বলেছি মৃত্যু তুই নেই কাছে ,খুব কাছে
তবু ভালো আছি।

জীবনের আহত ডানায় চোখ রগড়ে
সময় দেখি।
হাত বোলায় যন্ত্রণার প্রলেপে লেগে থাকা বিষন্নতা
কিছুই পূর্ণ হয় না।
কিছুই সম্পূর্ণ নয়
শুধু বেঁচে থাকায় আকাশ নীলে প্রচুর পাখির  স্পন্দন।
আর নীল ঠোঁটে লেগে থাকা খিদে
ছুঁয়ে আছি  মৃত্যু
যেমন পাখি আকাশ ছুঁতে চায়।

জীবনের শব্দে অসাবধানতায়  কিছু একটা শুনতে পাই
ক্রমশ কাছের  থেকে কাছে উড়ন্ত বিমানের শব্দ।
নকল পাখি বোধ হয়
হাত নাড়ি  মাটির পৃথিবীতে দাঁড়িয়ে অপেক্ষায়।
হৃদয়ের পাখি
আসলে সকলেরি  আকাশ ছুঁতে চায়। 

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...