Friday, March 11, 2016

মানুষের ইচ্ছা

মানুষের ইচ্ছা
.............. ঋষি
==============================================
ইতিহাস কেউ দেখে না  
আমার মাঝে মাঝে আকাশ ধরতে ইচ্ছে হয়।
ভাঙ্গা শৈশবে কাঁঠাল পাকা সময়ে
আমার সিগারেটে ইসপার কি উসপার  হাঁপানি টান।
আমারও সুস্থ হতে ইচ্ছে হয়
সত্যি মানুষের মত।

মানুষ
এই শব্দের বিভেদ যতো তারথেকে বেশি ভেদ জীবন ধারণে।
আকাশ ছোঁয়া স্বপ্নদের শুয়িয়ে রেখে
আরো জ্যান্ত মানুষের প্রজাতির লোভের গল্প।
কি চায় ? কেন ?
দৌড় ,দৌড় জীবনের সৌরমন্ডলে
ছুঁয়ে থাকা উপস্থিতি সম্পর্কের নকল নাকাবে বাঘ বন্দী খেলা।
হার ,জিত মশগুল বাজির দান
দ্রোপদিও দাঁড়ায় সালিশী সভায় একলা
কৃষ্ণের হাতে ইলেকট্রনিক্স মিডিয়া বিছানা ,বালিশ।
আর সম্বল ইতিহাসে সকলেই চাই
পান্ডবের স্বর্গ যাত্রা।

ইতিহাস কেউ দেখে না
আমার মাঝে মাঝে মানুষ হতে ইচ্ছে হয়।
শ্মশানের পুড়ে যাওয়া খুলির ভিতর মানুষ ঢুকিয়ে
আবারও একটা জন্ম নিতে ইচ্ছে হয়।
যেখানে ধুপের ধোঁয়ায় চারিধারে ঈশ্বর উপস্থিত
আর ঈশ্বরেরা সকলেই পৃথিবীর জীব ।   

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...