এইটুকু চিন্হ
................. ঋষি
===========================================
এইটুকু চিন্হ নিয়ে গেলে
আমার গোলকে মানুষ নামে একটা দাগ পাওয়া যাবে।
দাগ ,নির্দিষ্ট ডিটারজেনে চুবিয়ে
তোলার চেষ্টা পরিচয় শুধু মানভঞ্জন পরিচয়ের প্রতারণা।
এইটুকু চিন্হ ঠিক
দুপেয়ে মানুষ পরিচিত হবে।
আজ সূর্য ধরার লোভটা
আকাশের রাস্তা দিয়ে এঁকেবেঁকে আনকোরা এক লিটিল হোম।
সুস্থতার লক্ষণ এই দেশে ট্যাক্স বৃদ্ধি
ডিটারজেনের অভাব জনিত তাড়নায় আজকাল সময় বৃদ্ধি ,
সবটাই বৃদ্ধি
মূল্য থেকে শুরু করে ,,জানোয়ারপনার লেভেলে।
মানুষের সূর্য ছোঁয়া হয়
আর তারপর ,
আবার চিরাচরিত প্রাগৈতিহাসিক অন্ধকার
গোলকের জন্ম ,,আগুন ছোঁয়ার পালা।
হাত পুড়ে গেলো
সূর্য ধরার লোভ ,,মুখ পুড়ে গেল সময়ের হাওয়া পৃথিবীতে বন্দী।
শুধু এইটুকু চিন্হ মানুষের
ক্রমশ ঘুরতে থাকা সময়ের দিনরাত্রি।
মুখপোড়া মানুষের ভিড়
আগামী দিনের মানুষ গোত্রের সাময়িকী।
................. ঋষি
===========================================
এইটুকু চিন্হ নিয়ে গেলে
আমার গোলকে মানুষ নামে একটা দাগ পাওয়া যাবে।
দাগ ,নির্দিষ্ট ডিটারজেনে চুবিয়ে
তোলার চেষ্টা পরিচয় শুধু মানভঞ্জন পরিচয়ের প্রতারণা।
এইটুকু চিন্হ ঠিক
দুপেয়ে মানুষ পরিচিত হবে।
আজ সূর্য ধরার লোভটা
আকাশের রাস্তা দিয়ে এঁকেবেঁকে আনকোরা এক লিটিল হোম।
সুস্থতার লক্ষণ এই দেশে ট্যাক্স বৃদ্ধি
ডিটারজেনের অভাব জনিত তাড়নায় আজকাল সময় বৃদ্ধি ,
সবটাই বৃদ্ধি
মূল্য থেকে শুরু করে ,,জানোয়ারপনার লেভেলে।
মানুষের সূর্য ছোঁয়া হয়
আর তারপর ,
আবার চিরাচরিত প্রাগৈতিহাসিক অন্ধকার
গোলকের জন্ম ,,আগুন ছোঁয়ার পালা।
হাত পুড়ে গেলো
সূর্য ধরার লোভ ,,মুখ পুড়ে গেল সময়ের হাওয়া পৃথিবীতে বন্দী।
শুধু এইটুকু চিন্হ মানুষের
ক্রমশ ঘুরতে থাকা সময়ের দিনরাত্রি।
মুখপোড়া মানুষের ভিড়
আগামী দিনের মানুষ গোত্রের সাময়িকী।
No comments:
Post a Comment