সময়ের ডঙ্কা
................. ঋষি
============================================
আলোগুলো মেঘ সরিয়ে এগিয়ে এলো
সদর রাস্তায় একটা কোকের ক্যানকে লাথি মেরে বললো।
এসে গেছি আমি তৃষ্ণা
আসেপাশে জমে থাকা নর্দমা থেকে জল উঠে এলো শহরে।
সেই নোংরা জলে পা ডুবিয়ে হেঁটে গেলেন ঈশ্বর
পাশে তার ত্রস্ত আলো ,,, আজকের দিনের মত।
আমি আলো খুঁজছি
ঈশ্বরের মুখোমুখি দাঁড়িয়ে চিরায়ত ব্রথেলের নোংরা যোনিজ জমি .
আমি নোংরা খুঁজছি
সভ্যতার দালালের হাতে এক ক্ষুদ্র অন্তর্বাস।
লজ্জা ঢাকার চেষ্টা
ইশ্বর তোমার জাত কি ,,কোন জাতে গেলে তুমি যন্ত্রণা হবে।
ঈশ্বর তোমার জন্ম কি ,,,কোন জন্মে গেলে তুমি যন্ত্রণা হবে
ব্রথেলের তিন ইঞ্চি জমি।
সে কি কোনো জন্মের গুপ্ত কথা নয়
সবটাই কি মেকি
সাজানো রিমেকি আলোতে লজ্জা ঢাকার চেষ্টা।
আলোগুলো মেঘ সরিয়ে এগিয়ে এলো
নামেই মন্দির ,মসজিদ ,গির্জায় একসাথে বেজে উঠলো সময়ের ডঙ্কা।
যীশুখিষ্ট লজ্জিত মুখে পৃথিবীর দিকে তাকালেন
চোখের কোনে জল ,..পিঠের উপর সভ্যতার ক্রুশে রক্তের ছোপ।
ব্রথেলের দরজা বন্ধ
ঈশ্বর মাটি খুঁজছেন আবার জন্মাবেন বলে।
................. ঋষি
============================================
আলোগুলো মেঘ সরিয়ে এগিয়ে এলো
সদর রাস্তায় একটা কোকের ক্যানকে লাথি মেরে বললো।
এসে গেছি আমি তৃষ্ণা
আসেপাশে জমে থাকা নর্দমা থেকে জল উঠে এলো শহরে।
সেই নোংরা জলে পা ডুবিয়ে হেঁটে গেলেন ঈশ্বর
পাশে তার ত্রস্ত আলো ,,, আজকের দিনের মত।
আমি আলো খুঁজছি
ঈশ্বরের মুখোমুখি দাঁড়িয়ে চিরায়ত ব্রথেলের নোংরা যোনিজ জমি .
আমি নোংরা খুঁজছি
সভ্যতার দালালের হাতে এক ক্ষুদ্র অন্তর্বাস।
লজ্জা ঢাকার চেষ্টা
ইশ্বর তোমার জাত কি ,,কোন জাতে গেলে তুমি যন্ত্রণা হবে।
ঈশ্বর তোমার জন্ম কি ,,,কোন জন্মে গেলে তুমি যন্ত্রণা হবে
ব্রথেলের তিন ইঞ্চি জমি।
সে কি কোনো জন্মের গুপ্ত কথা নয়
সবটাই কি মেকি
সাজানো রিমেকি আলোতে লজ্জা ঢাকার চেষ্টা।
আলোগুলো মেঘ সরিয়ে এগিয়ে এলো
নামেই মন্দির ,মসজিদ ,গির্জায় একসাথে বেজে উঠলো সময়ের ডঙ্কা।
যীশুখিষ্ট লজ্জিত মুখে পৃথিবীর দিকে তাকালেন
চোখের কোনে জল ,..পিঠের উপর সভ্যতার ক্রুশে রক্তের ছোপ।
ব্রথেলের দরজা বন্ধ
ঈশ্বর মাটি খুঁজছেন আবার জন্মাবেন বলে।
No comments:
Post a Comment