Thursday, March 10, 2016

সবুজের জন্য

সবুজের জন্য
.................... ঋষি
=============================================
রাত জাগা চোখ
স্বপ্ন  ফিরে এসো লাল মাটির গন্ধ নিয়ে।
শুকিয়ে যাওয়া শব্দের খাতিরে গাজার ঠেক
উড়তে থাকা শব্দ।
গোল গোল রিং ,নিস্তব্ধতায় চারিধার ভারী হয়ে আসা
সমস্ত কল্পনার নীলচে ফড়িং।

ফড়িং তুমি আমার দিকে চাও
নীল রং আমার ভীষণ প্রিয় গভীর আকাশের হৃদয়।
স্পন্দন ঘাসের সবুজ ছুঁয়ে
নীলচে স্বপ্ন।
লাল চোখে মাটি ঘাটা মৃত্যুদের নীলচে সফর
ব্যাবিলনের আশ্চর্য  ছিঁড়ে ডমরু
ঈশ্বরের হাতে।
আর আমার হাতে বিষ
পানপাত্র।
শুনছো ফড়িং বিষ চিবিয়ে খাই
নীলচে শরীর।

রাত জাগা চোখ
স্বপ্নের বাইরে নেমে আসা হিমেল সকালের স্পর্শ।
ভিজিয়ে যাচ্ছে অস্তিত্বের  প্রাকৃতিক সবুজ বিপর্যয়
লালচে চোখে বাঁচা নীল এই সফরে।
বেঁচে আছি ফড়িং এর  মতন
সবুজ আগলে।

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...