Saturday, March 5, 2016

আজব দিনকাল

আজব দিনকাল
.................. ঋষি
=======================================
চলন্তিকা আজব দিনকাল জানিস
এ সময় যদি তুই নিরাপত্তা চাস বাঁচবার,
দেখবি দূরত্ব বেড়ে যাবে।
যদি কখনো খিদে চাস বেঁচে থাকার
দেখবি একটা লম্বা তলোয়ার বুকের মাঝখানে
জীবন মরে যাবে।

হাসিস না
তোর হাসিতে আজকাল আমি বিষাক্ত বিষ খুঁজে পাই।
যে বিষ ছড়িয়ে আছে এই দেশে
ক্লেদাক্ত গণতন্ত্র ,মৃত্যুমুখী স্বাধীনতা আর ধর্মের কাপুরুষতা।
সব সাজানো দোকানে চমকের বিজ্ঞাপন
আর আমি দোকানি।
অথচ আমার দেশ নেই
এটা একটা প্রহসন ,,,দেশ দেশ খেলা।
আসলে আজকাল দেশ জোকার হয়ে গেছে
আর  জোকারেরা সব  কাঁদতে ভুলে গেছে।
হাসছে শুধু। .......কেন জানিস ?
হাসির ভিতর একটা নকল বাঁচা থাকে তাই
দেশের মত।

চলন্তিকা আজব দিনকাল জানিস
থাবার চিন্হ দেখে যেমন বাঘের মাপ বোঝা যায়
তেমন এই সময়কেও বোঝা যায়।
এই সময়ের মানে শুধু হাঁটতে থাকা যাযাবরের মত
কোনো মরুভূমির মাঝে
আর তৃষ্ণা হলো মরীচিকা বাঁচার লোভ। 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...