তুমি বলো
.................. ঋষি
=============================================
সহজে কিছু হয় ,তুমি বলো
একসময় বলেছিলে কিছু না ,শুধু এমনি।
কিন্তু সত্যিটাকে মেনে নিয়ে বলছি
এই বিশ্ব ব্রম্হান্ডে এমনি বলে কিছু হয় না।
কিছু হবে না কোনদিন
সবকিছু কারণ সুত্র ধরে বৈজ্ঞানিক তত্বের মত।
সামনে দাঁড়ানো একলা ছেলেটা
তুমি বলো ,তুমি জানতে, সে এই পৃথিবীর অনধিকার প্রবেশ।
এই ফিরোজা বিকেলে কেউ তোমাকে চুমু খেতে পারে
কখনো ভেবেছো তুমি।
কিন্তু খেলো তো ,তোমাকে জড়িয়ে ,সমস্ত তত্বের বাইরে
সমস্ত অনধিকার তত্বগুলো।
এই পৃথিবীর কাঁটায় উঁচু ,নিচু সভ্যতা।
এটা কারণ তোমাকে বলেছে কেউ এর আগে।
তুমি ভীষণ সুন্দরী
তোমার টোল পরা গালের কিনারায় একটা তিল।
মিস ম্যাচ নয় ,,একটা শহর
এমনি ভাবছে ছেলেটা।
সহজে কিছু হয় ,কখনো না
সমস্ত শব্দগুলো জুড়তে বসে এক অগ্রিম চাহিদা। .
ছেলেটার ধার করা জীবনের তাত্বিকতা চটকে
কিছুটা সফর ,,তুমি বলো।
এই জীবনে তুমি না চাইলে ,,শুধু এমনি
কাউকে স্পর্শ করা যায়।
.................. ঋষি
=============================================
সহজে কিছু হয় ,তুমি বলো
একসময় বলেছিলে কিছু না ,শুধু এমনি।
কিন্তু সত্যিটাকে মেনে নিয়ে বলছি
এই বিশ্ব ব্রম্হান্ডে এমনি বলে কিছু হয় না।
কিছু হবে না কোনদিন
সবকিছু কারণ সুত্র ধরে বৈজ্ঞানিক তত্বের মত।
সামনে দাঁড়ানো একলা ছেলেটা
তুমি বলো ,তুমি জানতে, সে এই পৃথিবীর অনধিকার প্রবেশ।
এই ফিরোজা বিকেলে কেউ তোমাকে চুমু খেতে পারে
কখনো ভেবেছো তুমি।
কিন্তু খেলো তো ,তোমাকে জড়িয়ে ,সমস্ত তত্বের বাইরে
সমস্ত অনধিকার তত্বগুলো।
এই পৃথিবীর কাঁটায় উঁচু ,নিচু সভ্যতা।
এটা কারণ তোমাকে বলেছে কেউ এর আগে।
তুমি ভীষণ সুন্দরী
তোমার টোল পরা গালের কিনারায় একটা তিল।
মিস ম্যাচ নয় ,,একটা শহর
এমনি ভাবছে ছেলেটা।
সহজে কিছু হয় ,কখনো না
সমস্ত শব্দগুলো জুড়তে বসে এক অগ্রিম চাহিদা। .
ছেলেটার ধার করা জীবনের তাত্বিকতা চটকে
কিছুটা সফর ,,তুমি বলো।
এই জীবনে তুমি না চাইলে ,,শুধু এমনি
কাউকে স্পর্শ করা যায়।
No comments:
Post a Comment