Sunday, March 27, 2016

পঞ্চাশ দিন

পঞ্চাশ দিন
...................... ঋষি
===============================================
ঠিক পঞ্চাশ দিন পরে তুমি ফিরে আসবে বলে
আমি দাঁড়িয়ে।
ঠোঁটের তামাক পোড়া আগুনে ,,নিশ্বাস জ্বলছে
প্রশ্ন করেছি নিজেকে।
এই পঞ্চাশ দিন কি সত্যি কোনো দিন শেষ হবে
সময়ের বোঝাপড়ার ,,চুপচাপ যন্ত্রণা।

তুমি এগিয়ে এলে
আকাশী রঙের নীল সালোয়ার ,,ঠিক মনের মত।
আচ্ছা তোমার ঠোঁটের তিলটা আমার তো ?
আচ্ছা তোমার বুকের গন্ধটা কি শুধু আমাকেই পাগল করে?
বলবো বলবো করেও বলা হয় নি
আমার সিগারেরের পরিসংখ্যান বলে সময়কে ,
দাম বাড়লেও  ,নেশা কমে না
আর তোমার ?
এটা নেশা নয় ,,এটা হচ্ছে অধিকার ,,,একটা নিস্তব্ধ বোঝাপড়া
তবে তামাকের অদ্ভূত ঘ্রাণে
একটু  বেঁচে থাকা।

ঠিক পঞ্চাশ দিন পর তুমি ফিরে আসবে আমি জানি
আমি দাঁড়িয়ে।
ঠোঁটের তামাকে পোড়া আগুনে ,,,,গনগনে নিশ্বাস
তোমার ঠোঁটটা লেগে।
তোমাকে একটা অনুরোধ আছে, প্লিস এরপর আর বোলো না
এত সিগারেট খেও না প্রিয়।  

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...