Saturday, March 26, 2016

তুমি কাঁদছো

তুমি কাঁদছো
................... ঋষি
=====================================
চারিপাশে এত বাঁচার আয়োজন ,এত ইচ্ছা
তুমি কাঁদছো চলন্তিকা ?
এত মানুষের ভিড় অজস্র কথার শব্দ অবিরাম অবাক জলপান
এত শোক সন্তাপ, উত্সব  অসুখের উদযাপন।
তুমি কাঁদছো ?
চলন্তিকা আমার মত হাসতে থাকো।

সর্বত্র সন্ত্রাসে ফাঁকে
দুপুর গড়িয়ে নিজে বুকে কখন যেন রাত্রি হয়ে যায়।
কপোত কপো তি,ক্লান্তি শহর ঘুমিয়ে পরে
আমিও হয়তো কোথাও শুয়ে তোমার পাশে।
মাটির নিচে ,এক নিশ্বাসে
তবু তুমি কাঁদবে চলন্তিকা।
এই শহরের ভিড়ে হাজার প্রতিবাদ মাটি খুঁড়ে মরে
মরে যায় মৃত অভিযোগ পুলিশ ,শাসন ,রাষ্ট্রনীতিতে।
তখন তুমি কাঁদবে
হাসতে শেখো চলন্তিকা ,বাঁচতে হবে যে।

চারিপাশে এত বাঁচার আয়োজন ,তুমি কষ্ট
হ্যা হ্যা তুমি যাকে কষ্ট বলো।
মানুষ হয়তো ভুলবুঝে বেছে নেই তাকে
চালের কাঁকরের মত।
অথচ তুমি কেঁদে যাচ্ছ আজ শত সহস্র বছর
চলন্তিকা এই দুঃখ শুধু তোমার কি।

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...