Sunday, March 27, 2016

আলো না আসুক

আলো না আসুক
.......................... ঋষি
=====================================================
জানলাটা খুলে রেখে,,,,,, রোদ ধরতে গেছি
হাত তো পুড়ে যাবে।
তুইও তো আলো ধরতে চাস ,,,এত ভয়
হাত বাড়া।
হাতের সাথে হাত
মিলেমিশে জানলা বন্ধ ,,দরজা তো অনেক্ষণ ,,শুধু একা।

শহর থেকে দুরে
ক্রমশ মাউসের ক্রলে উঠে আসতে থাকে পরিচয়।
পর্বত পেরিয়ে ,মেঘ সরিয়ে
ঘরের ভিতর  ঘর ,,,তারপর দরজা বন্ধ ,,,নিদেন পক্ষে জানলাটা খোলা থাক।
উফ্ফ্স আলো আসছে ,,চোখে লাগছে সাজানো আঠা
চোখ বন্ধ ,,,জানলাও।
নিদেনপক্ষে হাতের সাথে হাত
আর হৃদয় ঘষা দুরত্বদের পুড়ে যাওয়া।
কাঁদিস না,,,, যন্ত্রণা হচ্ছে ,,চোখে কালিতে আমি আছি তোর
আলো হবি আয় এই বুকে।

জানলাটা খুলে রেখে ,,,,, রোদ ধরতে গেছি
কবিতার কালির ছিঁটে।
তোর শরীরময় আঁশটে গন্ধ ,,ভিজে ভাব ,,আরো অন্ধকার
হারিয়ে যাচ্ছি ক্রমশ।
সভ্যতার সিঁড়ি বেয়ে আরো উঁচু মনুমেন্ট থেকে লাফ
ভাসছি ,,আলো না আসুক ,,জানলা বন্ধ। 

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...