Thursday, March 24, 2016

যাপন


যাপন
......... ঋষি
=======================================
আমি যাপন বলতে যা বুঝি
সেখানে যন্ত্রণা সম্বল ঘড়ির কাঁটায়  অস্থির আচরণ।
এটা সহজাত নিজস্ব আয়নার সাথে
খুব স্বাবাভিক  হৃদয়ের দণ্ডি কাটায় নুয়ে পরা।
নিজস্ব পোস্টারে দেখা
নায়িকার মুখ।

নিজস্ব প্রতিবাদগুলো সমাজের বুকে অসম অধিকারে  প্রাচীন স্বপ্ন
আমার এক বান্ধবী আজ তিন বছর অপেক্ষায় নিজের বাঁচার
,,,ডিভোর্স কামনীয়।
এই সভ্যতার অজস্র ঠোঁটের অধিকারে
এমন কিছু শব্দ আছে যেগুলো দৈনন্দিন  খিদে।
খিদে নিজেই একটা অধিকার প্রত্যেকের বেঁচে থাকায়
অথচ জীবন মুখ ভেংচে বলে তফাত যাও।
জীবন শেখায় সামাজিক সহবত
খালি পেটে থাকো ,সহ্য করতে শেখো ,মাথা তুলো না
এই তো
শিক্ষা, জ্ঞান ,অধিকার ,সময় ,সম্পর্ক
সব এক একটা বাঁচার খিদে।
এদেরকে সহ্য নয় ,জীবিত রাখতে হয়
বাঁচার জন্য।

আমি যাপন বলতে যা বুঝি
সেটা হলো প্রতিবাদ নিজের সমস্ত বাঁচার কারণে।
যন্ত্রণা যদি ঘড়ির কাঁটার অস্থির আচরণ হয়
আমি তবে ঘড়ি দেখবো না।
দরকার নেই সময়ে ,,শুধু প্রয়োজন যাপনের
নিজের সাথে একটা যুদ্ধ,,,, হোক না সেটা সময়ের খেলাপ।

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...