হাতে মুখে কালি
................... ঋষি
================================================
যে অন্ধকার নিয়ে চিত্কার করছি
দরজা খোলার চেষ্টা করছি।
প্রকৃতির মুখ ভার করা সকালের সাথে আলোর খোঁজে
পথ হাঁটছি।
মুহুর্তের বিপর্যয় ,ভূমিকম্প ,বন্যা , ব্যাকুল জীবন
নির্গত ধোঁয়া কার্বনের কালি।
হাতে ,মুখে ,সম্পূর্ণতায়
পরিচয় থেকে শুরু করে শেষ অবধি নিঃশ্বাসে কৃপণতা।
আমার কাছে চলন্তিকা তুমি নারী
আর তোমার মৃত্যু তোমার অসম্মানে।
কাঁপতে থাকা তোমার চোখের পাতার ভিজে অবস্থানে
ক্রমশ খুলে পরা তোমার শরীরের স্পন্দনে।
সময়ের শেয়ালের দৃষ্টি
মাংসের লাল রক্ত ,ঝড়ে পরা ঋতুস্রাবে বিকলাঙ্গ সময়।
সবটাই শুধু অস্তিত্ব ব্যাপী অবমাননা নারী
নিরুপায়
আমার মতন চলন্তিকা দাঁড়িয়ে
হাতে মুখে কালি
যে অন্ধকারে দাঁড়িয়ে চিত্কার করছি
জানলার ভাঙ্গা পাল্লাতে সময়ের অজস্র পচে যাওয়া শরীর।
দরজা খুলছে ,জানলা খুলছে
আলো আসছে না ,অন্ধকার ঢাকা আকাশে।
সময়ের চিত্কার
কিছুতেই না ,কিছুতেই সময় বদলাচ্ছে না।
................... ঋষি
================================================
যে অন্ধকার নিয়ে চিত্কার করছি
দরজা খোলার চেষ্টা করছি।
প্রকৃতির মুখ ভার করা সকালের সাথে আলোর খোঁজে
পথ হাঁটছি।
মুহুর্তের বিপর্যয় ,ভূমিকম্প ,বন্যা , ব্যাকুল জীবন
নির্গত ধোঁয়া কার্বনের কালি।
হাতে ,মুখে ,সম্পূর্ণতায়
পরিচয় থেকে শুরু করে শেষ অবধি নিঃশ্বাসে কৃপণতা।
আমার কাছে চলন্তিকা তুমি নারী
আর তোমার মৃত্যু তোমার অসম্মানে।
কাঁপতে থাকা তোমার চোখের পাতার ভিজে অবস্থানে
ক্রমশ খুলে পরা তোমার শরীরের স্পন্দনে।
সময়ের শেয়ালের দৃষ্টি
মাংসের লাল রক্ত ,ঝড়ে পরা ঋতুস্রাবে বিকলাঙ্গ সময়।
সবটাই শুধু অস্তিত্ব ব্যাপী অবমাননা নারী
নিরুপায়
আমার মতন চলন্তিকা দাঁড়িয়ে
হাতে মুখে কালি
যে অন্ধকারে দাঁড়িয়ে চিত্কার করছি
জানলার ভাঙ্গা পাল্লাতে সময়ের অজস্র পচে যাওয়া শরীর।
দরজা খুলছে ,জানলা খুলছে
আলো আসছে না ,অন্ধকার ঢাকা আকাশে।
সময়ের চিত্কার
কিছুতেই না ,কিছুতেই সময় বদলাচ্ছে না।
No comments:
Post a Comment