Monday, March 7, 2016

চোখের জল

চোখের জল
............... ঋষি
=========================================
এর পর তুমি নীল হারানোর শোক নিয়ে
ডুঁকর়ে কাঁদবে।
আকুতি করবে তোমার প্রকৃতির ইচ্ছার শোকে
এ যেন ভীষণ নরম্যাল তোমাদের কাছে।
চোখের জল
চলন্তিকা তুমি কি অন্যদের মত হবে।

কি হয়েছে তোমার সাথে
প্রেমিক ছেড়ে গেছে যখন তুমি প্রেমের নদীতে চান করছো।
আরে বাবা এতে কাঁদার  কি
শাড়ি ,ব্লাউজ পরো ,চোখ খুলে দেখো  নীল আকাশে।
জটলার ভিতর থেকে বের করো তোমার আয়না,
দেখো তুমি কত সুন্দর।
কি হয়েছে চলন্তিকা সংসারের অবস্থানে তুমি অপ্রয়োজনীয়
আরে নিজের ভিতর দেখো ,
দেখো সবুজ প্রকৃতিকে।
তোমার চোখের ভিজে জলে বৃষ্টি আসে ,কিন্তু থামে
আবার ঋতু বদলায়।

আরে এমন করে কাঁদতে নেই চলন্তিকা
ভুলে যেও না কৃষ্ণের যুদ্ধের বাণী ,সেই অমোঘ  সত্য।
পৃথিবীতে কোনো কিছু স্থির না ,
এখানে কেউ কারোর না ,তুমি তোমার কর্ম করছো।
আর সবচেয়ে বড় কথা তুমি জানো চলন্তিকা
তুমি হলে প্রকৃতি ,যে চির সবুজ।


No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...