Tuesday, March 29, 2016

তোমার জন্য

তোমার জন্য
................ ঋষি
========================================

তোমাকে দেখতে কেমন
কি এসে যায় তাতে ?
উপর থেকে চরণামৃত গড়িয়ে পরছে কিনা
কি এসে যায় ?
তুমি স্লিভলেস না ,গলা কাটা সুন্দরী
সম্পর্কের আগে তো প্রশ্ন করো নি।

সম্পর্ক
মেঘ ঢাকা কৌটোর ভিতর গভীর কোনো ভাবনা।
বৃষ্টি আসতে পারে
কিংবা যদি নীল শিরার ডাক দিয়ে কবিতা লিখে দি
তুমি অপবিত্র হতে পারো।
কি যেন নাম তোমার
আকাশলীনা ,চলন্তিকা ,সঞ্চয়িতা ,মেঘলা বেলা ,,,,বৃষ্টি।
সে তো যে কোনো হতে পারে
শুধু সম্পর্ককে নাম ধরে ডেকো না
বিচার পর্বের পরে রাস্তায় চামড়া ওঠা কুকুরের মত।
এত তাচ্ছিল্যে রেখো না
কুকুর কামড়াবে।

তোমাকে দেখতে কেমন
মোনালিসা ,ভিক্টোরিয়া না কাঁচা খানকির মত।
কি এসে যায়
সম্পর্ক বসে থাকে জামাকাপড় শুকোবার তারে কালো কাকের মত।
তারপর অপকর্ম ,,আরো কা ,কা ছুঁয়ে
বেঁচে থাকা নীরবতা।


No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...