Saturday, March 26, 2016

ফিরে এসো

ফিরে এসো
.................... ঋষি
==========================================
ফিরে এসো ,বল্লে তো ফেরা যায় না
নিজস্ব চশমার কাঁচে ঝাপসা দেখা মুখগুলো।
না আপন করা যায় না
নিয়মিত না হলেও কেন যে বড় বেশি গায়ে পরা।
আবার ভোলাও যায় না
সময় অসময়ের কসরতে সময়ের মুখোশে।

মানুষ হারিয়ে গেলে তার জন্মদিন পড়ে থাকে
ডায়েরির মাঝের পাতায় কিংবা কোনো স্নেহের কাছে।
কিন্তু সেই সময়ে গর্তগুলো  একইরকম থাকে
 জমে থাকে জল, জলের আড়ালে থাকে ভিজে অস্তিত্ব।
জ্বর আসে তখন ,,তুমুল গা গরম
কোনো বড়ি ,কোনো ওষুধ কাজে লাগে না।
সেই সময় ,,,সময়ই কাজ করা
বাঁচার মন্ত্রে অনিয়ন্ত্রিত সঙ্গম ,উত্পন্ন সাময়িক সুখে।
অনিয়মিত ভাবনারা
প্রতিবাদ করতে থাকে ,,আর ফিরবো না বলে।

ফিরে এসো ,বল্লে তো ফেরা যায় না
গাড়িদের গতিময় যাতায়াতগুলো,শব্দগুলো বড় গা সওয়া।
বড় রাস্তায় দাঁড়িয়ে আত্মা চিত্কার করে
শুধু চিত্কার ,,কেউ ছুঁতে না  পায়।
তবুও ফিরতে হয়
কিন্তু ফিরে এসো ,বল্লে তো ফেরা যায় না। 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...