Tuesday, March 29, 2016

চলন্তিকা ও সৃষ্টি

চলন্তিকা ও সৃষ্টি
........................ ঋষি
==============================================
কথাগুলো থাক জমা হয়ে চলন্তিকা
তোর বাজানো শব্দেরা যখন রঙের তুলিতে জীবিত হয়
তখন নিদ্রা মগ্ন দেবতারা বলে জন্ম হোক।
শিল্প আর শিল্পীর তুলির সঙ্গমে
আধুনিকতা ,,,সময়ের তরঙ্গ ,,আর গতি
ভাবনার তীরগুলো আহত করুক সভ্যতার ভাবনা।

ব্যস্ততা সম্বল ইচ্ছাগুলো
চায়ে বিস্কুট ভিজিয়ে খাওয়ার মত অভিজ্ঞতা অন্ধকার আগমনে।
সকাল তো জ্বলতে থাকা সূর্যের কথা
আর রাত্রি সে তো মৃত্যুর শেষে জীবিতের আশা।
আর তোর তুলির টান
সে যে সকালে ফেরিপথে ফিরে  আসা মানুষের জীবিত যন্ত্রণা।
সময়ের কথা ,,সময়ের রং ,,,সময়ের চাবুক
রক্তের গড়িয়ে নামা অভিজ্ঞতা থেকে সৃষ্টি।
এক বেদনা সম্বল  ক্যানভাসে শিল্পীর টান
স্পন্দনের সৃষ্টি ,,বেঁচে থাকা।

কথাগুলো থাক জমা হয়ে চলন্তিকা
তোর রঙের তুলির গভীরতায় ফুটে আসুক জীবন।
সত্যির মত সুন্দর কোনো ফুল সৃষ্টি হোক
আরো জাগ্রত হোক মানুষের ঈশ্বর বোধ।
সেই ইচ্ছা থেকে বলছি
চলন্তিকা  সৃষ্টির আরেক নাম জীবিত থাকা। 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...