বেঁচে থাকার অপেক্ষা
................. ঋষি
=============================================
অনেকগুলো বসন্ত অপেক্ষায় ছিল
অপেক্ষা নিজের নিজের গভীরে না থামা গ্রামফোন।
দুপুরে চাঁদ দেখার মত
অতিইন্দ্রীয় কিছু অনুভব নিজের কাছে লোকানো ছিল।
কাউকে বলি নি ,বলতে পারি
তবে বোধহয় অপেক্ষা থামলো না ,কারণ সে থামে না কখনো।
অনেকগুলো গাছের পাতা
আমার উপস্থিতিকে সবুজ রঙের কাজল পরালো।
অনেকগুলো কথা আজও নাকের কাছে লেগে
প্রেমিকার শরীরের গন্ধের মত।
এতটা রঙিন আমি ভাবি নি নিজেকে
দুপুরের সাথে চুপ করে সন্ধিক্ষণে একা পথে হেঁটেছি।
তবু একা থাকি নি আমি
অপেক্ষা তো ছিল।
সবুজ স্বপ্নের মত বুকের ভিতর
সারসের তৃষ্ণার মত নিজের কাছে।
খুব গভীরে
অপেক্ষা সে যে জীবনের নামান্তর।
অনেকগুলো বসন্ত অপেক্ষায় ছিল
অপেক্ষা নিজস্ব স্কেলিটনে লেগে থাকা বিদ্রোহ।
সময়ের উল্টে গায়ে লাগানো রক্তের স্নেহের মতন
উষ্ণ অভ্যর্থনা তোমার কাছে ছিল।
আছে ,থাকবে ,কেন ?
কারণ জীবন সে যে বেঁচে থাকার অপেক্ষা।
................. ঋষি
=============================================
অনেকগুলো বসন্ত অপেক্ষায় ছিল
অপেক্ষা নিজের নিজের গভীরে না থামা গ্রামফোন।
দুপুরে চাঁদ দেখার মত
অতিইন্দ্রীয় কিছু অনুভব নিজের কাছে লোকানো ছিল।
কাউকে বলি নি ,বলতে পারি
তবে বোধহয় অপেক্ষা থামলো না ,কারণ সে থামে না কখনো।
অনেকগুলো গাছের পাতা
আমার উপস্থিতিকে সবুজ রঙের কাজল পরালো।
অনেকগুলো কথা আজও নাকের কাছে লেগে
প্রেমিকার শরীরের গন্ধের মত।
এতটা রঙিন আমি ভাবি নি নিজেকে
দুপুরের সাথে চুপ করে সন্ধিক্ষণে একা পথে হেঁটেছি।
তবু একা থাকি নি আমি
অপেক্ষা তো ছিল।
সবুজ স্বপ্নের মত বুকের ভিতর
সারসের তৃষ্ণার মত নিজের কাছে।
খুব গভীরে
অপেক্ষা সে যে জীবনের নামান্তর।
অনেকগুলো বসন্ত অপেক্ষায় ছিল
অপেক্ষা নিজস্ব স্কেলিটনে লেগে থাকা বিদ্রোহ।
সময়ের উল্টে গায়ে লাগানো রক্তের স্নেহের মতন
উষ্ণ অভ্যর্থনা তোমার কাছে ছিল।
আছে ,থাকবে ,কেন ?
কারণ জীবন সে যে বেঁচে থাকার অপেক্ষা।
No comments:
Post a Comment