চোখের পর্দা
...................... ঋষি
============================================
যত্নে খুলে পরা
সভ্যতার ভেজাল মাখা বিজ্ঞাপনি মুখোশ।
খবর রটে ,আইনের ঘরে ফোল্ড করা ফোল্ডার বন্দী
হিসেব নিকেশ ,,কাঁটা ছেঁড়া।
বাদী পক্ষের উকিল খুঁজতে থাকে শিকারী কুকুরের মত
রক্তের দাগ ,পিস্তলের বারুদ আর বিস্ফোরণ
বিস্ফোরণ সভ্যতার মজ্জায় এক ঘুন পোকা
খুঁড়ে চলা ধারালো অগ্রশীল ছুড়ির হাতলে মানুষের হাত।
তলপেট জুড়ে যন্ত্রণা
ঝলকে ওঠে রক্তের গ্রুপের এ ,বি,সি ,ডি।
মানুষের ভিতর হিংস্রতার বাস
শিশুর শুকিয়ে যাওয়া হাসির মত জঘন্য অপরাধ।
অপরাধ প্রবন মন খোঁজে লোভের দরজা
নিজের বাইরে বেশি বেশি পাওয়াটা এই সভ্যতার জটিল জীবনযাপন।
সকলের বেশি পেতে চায়
প্রেম নেই তাই শরীর ,শিক্ষা নেই তাই ধর্ম।
মা নেই তাই বেশ্যা ,জীবন নেই তাই মৃত্যু
অজগরের খিদেতে ক্রমশ পিষে চলা সভ্যতার গুনাগুন।
যত্নে খুলে পরছে
চোখের পর্দায় লেগে থাকা সভ্যতার পোশাক।
খবর ছিল পাতা জুড়ে ,,যা মানুষকে পড়ানো হয়
পৃথিবীর বুদ্ধিমান জীবেদের শ্রেষ্ঠত্বের মাঝে নোলক লাগানো।
খেতাবী মানুষ
খুঁজে চলে সভ্যতা দৈনন্দিন সভ্যতার রক্তে।
...................... ঋষি
============================================
যত্নে খুলে পরা
সভ্যতার ভেজাল মাখা বিজ্ঞাপনি মুখোশ।
খবর রটে ,আইনের ঘরে ফোল্ড করা ফোল্ডার বন্দী
হিসেব নিকেশ ,,কাঁটা ছেঁড়া।
বাদী পক্ষের উকিল খুঁজতে থাকে শিকারী কুকুরের মত
রক্তের দাগ ,পিস্তলের বারুদ আর বিস্ফোরণ
বিস্ফোরণ সভ্যতার মজ্জায় এক ঘুন পোকা
খুঁড়ে চলা ধারালো অগ্রশীল ছুড়ির হাতলে মানুষের হাত।
তলপেট জুড়ে যন্ত্রণা
ঝলকে ওঠে রক্তের গ্রুপের এ ,বি,সি ,ডি।
মানুষের ভিতর হিংস্রতার বাস
শিশুর শুকিয়ে যাওয়া হাসির মত জঘন্য অপরাধ।
অপরাধ প্রবন মন খোঁজে লোভের দরজা
নিজের বাইরে বেশি বেশি পাওয়াটা এই সভ্যতার জটিল জীবনযাপন।
সকলের বেশি পেতে চায়
প্রেম নেই তাই শরীর ,শিক্ষা নেই তাই ধর্ম।
মা নেই তাই বেশ্যা ,জীবন নেই তাই মৃত্যু
অজগরের খিদেতে ক্রমশ পিষে চলা সভ্যতার গুনাগুন।
যত্নে খুলে পরছে
চোখের পর্দায় লেগে থাকা সভ্যতার পোশাক।
খবর ছিল পাতা জুড়ে ,,যা মানুষকে পড়ানো হয়
পৃথিবীর বুদ্ধিমান জীবেদের শ্রেষ্ঠত্বের মাঝে নোলক লাগানো।
খেতাবী মানুষ
খুঁজে চলে সভ্যতা দৈনন্দিন সভ্যতার রক্তে।
No comments:
Post a Comment