বেঁচে থাকা
..................... ঋষি
==============================================
যে কবিতা শুয়ে আছে বিছানা ,বালিশে
অবিকল ঘুম পাওয়া চলন্তিকা।
ঘুমের কি কোনো শান্তি আছে চলন্তিকা এই বিশাল আকাশে
চেয়ে দেখো অসংখ্য তারাদের ফাঁকে।
নিদ্রিত কোনো ইচ্ছা তরী
ঘুম পাচ্ছে চলন্তিকা।
এক শতাব্দী পর চোখ রগড়ে উঠে বসলে নিজের পিঠস্থানে
আমি আকাশের গায়ে মাথা রেখে শুয়ে দেখছি কবিতা।
চলন্তিকা প্রশ্নের সাথে উত্তর রেখে প্রশ্ন করি
আচ্ছা মৃত্যুর ঘুম ভাঙ্গে কি ?
তবে বলো মৃত্যু আসে কি করে
তোমাকে ছাড়া তো মৃত্যুও আসতে পারে না কাছে,
তোমাকে ছাড়া কবিতা আসতে পারে না কাছে।
যা আসে ,ঠিক যতটুকু ,সবটাই
মৃত্যু সামিল চেতনার মুখ।
চলন্তিকা অসময়ে সময়ের ঘুম ভাঙ্গে কি ?
যে কবিতা শুয়ে আছে বিছানা ,বালিশে
অবিকল তোমার মত দেখতে।
নিঃশ্বাস বন্ধ করে মেঘেদের রূপ সারা আকাশে বৃষ্টির প্রতিক্ষা
আসা যাওয়া আপেক্ষিক যদি হয় ,
তবে স্থির কোনটা চলন্তিকা
এই মৃত্যুর মুখ না বেঁচে থাকা।
..................... ঋষি
==============================================
যে কবিতা শুয়ে আছে বিছানা ,বালিশে
অবিকল ঘুম পাওয়া চলন্তিকা।
ঘুমের কি কোনো শান্তি আছে চলন্তিকা এই বিশাল আকাশে
চেয়ে দেখো অসংখ্য তারাদের ফাঁকে।
নিদ্রিত কোনো ইচ্ছা তরী
ঘুম পাচ্ছে চলন্তিকা।
এক শতাব্দী পর চোখ রগড়ে উঠে বসলে নিজের পিঠস্থানে
আমি আকাশের গায়ে মাথা রেখে শুয়ে দেখছি কবিতা।
চলন্তিকা প্রশ্নের সাথে উত্তর রেখে প্রশ্ন করি
আচ্ছা মৃত্যুর ঘুম ভাঙ্গে কি ?
তবে বলো মৃত্যু আসে কি করে
তোমাকে ছাড়া তো মৃত্যুও আসতে পারে না কাছে,
তোমাকে ছাড়া কবিতা আসতে পারে না কাছে।
যা আসে ,ঠিক যতটুকু ,সবটাই
মৃত্যু সামিল চেতনার মুখ।
চলন্তিকা অসময়ে সময়ের ঘুম ভাঙ্গে কি ?
যে কবিতা শুয়ে আছে বিছানা ,বালিশে
অবিকল তোমার মত দেখতে।
নিঃশ্বাস বন্ধ করে মেঘেদের রূপ সারা আকাশে বৃষ্টির প্রতিক্ষা
আসা যাওয়া আপেক্ষিক যদি হয় ,
তবে স্থির কোনটা চলন্তিকা
এই মৃত্যুর মুখ না বেঁচে থাকা।
No comments:
Post a Comment