নির্বাক বসন্ত
.............. ঋষি
=======================================
প্রকৃতি সবুজ হবে ,বৃষ্টি হবে
নিঃশ্বাস নেবে সময়ের জমে থাকা বিষাদগুলো।
কেমন আছিস তুই
জানি এই সময়টা আদও অদ্ভূত না।
বসন্ত
সময়ের গায়ে লেগে আছে আবিরের রং।
নির্বাক শব্দের মত
অবাক হওয়ার অপেক্ষা রাখে না সময়ের দীর্ঘশ্বাস।
নিশ্চিত মৃত্যু থেকে ঘুরে এসেও
চোখ বুজে বলে দিতে পারি আজকের তারিখ।
সময়টা মনে আছে
বলেছিলিস আমাকে ফিসফিস কানে কানে।
আজ বসন্ত
আবিরের ফিকে আবিরের রক্তের রং .
শুভেচ্ছা প্রকৃতির যাওয়া আসা ঋতুদের আলিঙ্গনে
আমি এসেছি তোর দুয়ারে ,,বন্ধ দরজা।
বাড়িতে কেউ আছেন
শুনতে পাচ্ছি না ,শুধু বুঝছি।
বসন্ত
মনে আছে আমার প্রকৃতির আগমনী রং।
.............. ঋষি
=======================================
প্রকৃতি সবুজ হবে ,বৃষ্টি হবে
নিঃশ্বাস নেবে সময়ের জমে থাকা বিষাদগুলো।
কেমন আছিস তুই
জানি এই সময়টা আদও অদ্ভূত না।
বসন্ত
সময়ের গায়ে লেগে আছে আবিরের রং।
নির্বাক শব্দের মত
অবাক হওয়ার অপেক্ষা রাখে না সময়ের দীর্ঘশ্বাস।
নিশ্চিত মৃত্যু থেকে ঘুরে এসেও
চোখ বুজে বলে দিতে পারি আজকের তারিখ।
সময়টা মনে আছে
বলেছিলিস আমাকে ফিসফিস কানে কানে।
আজ বসন্ত
আবিরের ফিকে আবিরের রক্তের রং .
শুভেচ্ছা প্রকৃতির যাওয়া আসা ঋতুদের আলিঙ্গনে
আমি এসেছি তোর দুয়ারে ,,বন্ধ দরজা।
বাড়িতে কেউ আছেন
শুনতে পাচ্ছি না ,শুধু বুঝছি।
বসন্ত
মনে আছে আমার প্রকৃতির আগমনী রং।
No comments:
Post a Comment