হৃদয়ের গভীরে
................. ঋষি
=========================================
প্রশ্রয়ে বাড়তে থাকা বীজ
মাটিতে পরে গাছ হয়ে যায়।
আকাশ ঢেকে নিজের ভিতরে ছাদ খুঁজে পায়
তারপর দারুন আদরে আবার জন্ম।
প্রেম
সে ও জন্মে শোনা চারা গাছেদের কথা।
নিতান্ত আদর তবু থাকুক
থাকুক পিছে টানা রোগ ,,,,মনে পরা.
চোখবুজে স্পর্শ সুখে কাতর জীবন হাঁটা
আরো গভীরে লুকিয়ে মুখ রাখুক।
এমন করে বলতে পারি না আমি
এমন করে খুঁজে পাই না আমি.
ঠোঁটের গভীরে ঠোঁট ঘষে স্পর্শ সুধা মাখুক
নিভে যাক আঁধার
আলোর পুজারী আনন্দের রং মাতুক।
প্রশ্রয়ে বাড়তে থাকা বীজ
কখন যেন হৃদয় ফুঁড়ে গাছ হয়ে যায়।
গাছের ডালে ফল
হৃদয়ের কথা।
প্রেম
আরো হৃদয়ে থাকুক।
................. ঋষি
=========================================
প্রশ্রয়ে বাড়তে থাকা বীজ
মাটিতে পরে গাছ হয়ে যায়।
আকাশ ঢেকে নিজের ভিতরে ছাদ খুঁজে পায়
তারপর দারুন আদরে আবার জন্ম।
প্রেম
সে ও জন্মে শোনা চারা গাছেদের কথা।
নিতান্ত আদর তবু থাকুক
থাকুক পিছে টানা রোগ ,,,,মনে পরা.
চোখবুজে স্পর্শ সুখে কাতর জীবন হাঁটা
আরো গভীরে লুকিয়ে মুখ রাখুক।
এমন করে বলতে পারি না আমি
এমন করে খুঁজে পাই না আমি.
ঠোঁটের গভীরে ঠোঁট ঘষে স্পর্শ সুধা মাখুক
নিভে যাক আঁধার
আলোর পুজারী আনন্দের রং মাতুক।
প্রশ্রয়ে বাড়তে থাকা বীজ
কখন যেন হৃদয় ফুঁড়ে গাছ হয়ে যায়।
গাছের ডালে ফল
হৃদয়ের কথা।
প্রেম
আরো হৃদয়ে থাকুক।
No comments:
Post a Comment